বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের আবেগময় মুহূর্তগুলো আলোচনায় এসেছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘পুরুষদের কাঁদতে নেই’ এই ধারণার সঙ্গে তিনি কখনোই একমত নন। ছোটবেলা থেকেই আবেগপ্রবণ ছিলেন তিনি। যে কোনও কথায় যদি তাঁর মন আহত হতো, তিনি হাউহাউ করে কেঁদে ফেলতেন।
ইন্ডাস্ট্রির সবারই এটা জানা প্রসেনজিৎ পরিচালক বা সহকর্মীদের বকা খেলে কাঁদতেন। বিশেষ করে, কোনো ছবি হিট হওয়ার সম্ভাবনা থাকলেও যদি ফ্লপ হতো, তিনি প্রযোজক বা পরিচালকদের কোলে শুয়ে কেঁদে নিজ আবেগ প্রকাশ করতেন। এই খোলাখুলিভাবে আবেগপ্রকাশ তাঁর কাছে কখনোই লজ্জার বিষয় ছিল না।
প্রসেনজিতের এই স্বতঃস্ফূর্ত এবং মানবিক দিকটি ভক্তদের আরও কাছে টেনে আনে। তিনি শুধু একজন শক্তিশালী অভিনেতা নয়, বরং আবেগকে স্বাভাবিকভাবে প্রকাশ করার সাহসিকতা দেখিয়েছেন। এই মনস্তাত্ত্বিক খোলামেলা ভাবনায় বাংলা চলচ্চিত্রে তাঁর অবস্থান আরও বিশেষ হয়ে উঠেছে।
আরপি/টিকে