আকবর আলীর এক ভুলে জেতা ম্যাচ হারতে বসেছিল বাংলাদেশ ‘এ’ দল। যদিও শেষ পর্যন্ত নাটকীয়তার সুপার ওভারে সুয়াশ শর্মার ওয়াইডে নিশ্চিত হয় বাংলাদেশের জয়। যে জয় রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।
পুরো ম্যাচে বাংলাদেশ অসংখ্য ভুল করেছে। ক্যাচ ও ফিল্ডিং মিসের কারণে ১৯৪ রানের পুঁজি নিয়েও ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ায়। যেখানে শেষ বলে ভারতের দরকার ছিল ৪ রান। তারা দুই রান নিয়ে হারের মুখে ছিল, কিন্তু আকবর আলি স্টাম্পে লাগাতে গিয়ে মিস করে বসেন।
সুযোগের সদ্ব্যবহার করে আরেকটি রান নিয়ে ম্যাচ টাই করে ভারত। সুপার ওভারেও ভুল করে বাংলাদেশ। যেখানে মাত্র ১ রানই যথেষ্ট, সেখানে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন অভিজ্ঞ ক্রিকেটার ইয়াসির আলি রাব্বি। ফলে আবারও টাইয়ের শঙ্কা জাগে।
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
তবে এবার বাংলাদেশকে উদ্ধার করলেন ভারতীয় স্পিনার সুয়াশ শর্মা। তিনি ওয়াইড দেওয়ায় আর কোনো ভুল করতে হয়নি আকবর-জিসানদের। বাংলাদেশ শেষ পর্যন্ত জিতলেও আকবরের ঘটনাটি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। ম্যাচ শেষে তাই ক্ষমাও চেয়েছেন অধিনায়ক, ‘শুরুতে সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জানতাম তাদের ৪ রান দরকার ছিল, তবে জানি না আমার মাথাতে কী ঘটলো যে বলটা থ্রো করে ফেললাম। শুরুতে আমার এবং (হাবিবুর রহমান) সোহানের ব্যাটিংয়ের সময় ১৮০ রান হলেও খুশি হতাম। পরে ভাবলাম ১৭৫ রান হলেই চলবে। তবে (ইয়াসির আলী) রাব্বি এবং মেহেরব (হোসেন) যেভাবে শেষ করেছে দুর্দান্ত ছিল।’
আকবর আরও বলেন, ‘বোলিংয়ে আমরা খারাপ শুরু করিনি। তবে তারা অনেক ভালো করেছে। আমরা চেয়েছিলাম উইকেট নিতে। রিপনের (মন্ডল) ১৯তম ওভার দুর্দান্ত ছিল, যা ম্যাচটা আমাদের হাতে এনে দিয়েছিল। আমি ভেবেছিলাম শেষ ওভারে রাকিবুল (হাসান) আমাদের হয়ে কাজটা করে দিতে পারবে, সে করেছিলও। তবে ক্যাচ মিস এবং ফিল্ডিংয়ের কারণে ম্যাচটা সুপার ওভারে চলে যায়।’
শেষে আকবর বলেছেন, ‘গত ২০ মিনিটে কী হল এখনও বুঝতে পারছি না। দেখা যাক পরে চিন্তাভাবনা করি। আলোচনা করে ফাইনালের জন্য প্রস্তুতি নিব।’
এবি/টিকে