রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই গরু ও পিকাপসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তারকৃতরা হলেন -গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামাণিকের ছেলে সুজাত প্রামাণিক (৩৮) ও নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর খোর্দ্দকালনা গ্রামের আ. জব্বার মণ্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৩)।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতুব্বার পাড়া গ্রামে অভিযান চালিয়ে গরু চোর চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ষাঁড় গরু, গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকাপ (ঢাকা মেট্রো ন-২১-৬৫৩৪) উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পিএ/টিএ