ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দিনভর ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার পালা শেষে সন্ধ্যা ৭টায় শুরু হবে দুই শক্তির লড়াই।
মাঠে নেমেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইবে পাকিস্তান। ব্যাটিং অর্ডারে ধারাবাহিকতা ফিরিয়ে আনতে চায় তারা। অন্যদিকে শ্রীলঙ্কার লক্ষ্য শুরু থেকেই বোলিংয়ে চাপ তৈরি করা। দু’দলই জয়ের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্ত করতে মুখিয়ে আছে।
সিরিজের আগের রোমাঞ্চকর ম্যাচগুলোর পর আজকের মুখোমুখি লড়াই নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় লড়াইটি হতে পারে সমানে সমান। ত্রিদেশীয় টি-টোয়েন্টির আরেকটি উত্তাপময় সন্ধ্যার অপেক্ষায় এখন ক্রিকেটভক্তরা সন্ধ্যা ৭টায় শুরু হবে পাক-লঙ্কা দ্বৈরথ।
এসএস/টিএ