প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে কুয়েতে অনুষ্ঠিত হলো বিশেষ মেডিক্যাল ক্যাম্প।
স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) দূতাবাসে আয়োজিত দিনব্যাপী এই আয়োজনে চিকিৎসা নিতে আসেন বহু প্রবাসী বাংলাদেশি। বিদেশের মাটিতে মাতৃভাষায় বাংলাদেশি চিকিৎসকদের সমস্যার কথা জানিয়েছেন তারা।
কুয়েতে বর্তমানে প্রায় তিন লাখের মতো প্রবাসী বাংলাদেশির বসবাস। তাদের বড় একটি অংশ শ্রমিক। এছাড়া, দেশটির একদিকে কৃষি অঞ্চল আবদালি এবং আরেকদিকে ওয়াফরা অঞ্চলে বহু বাংলাদেশি কর্মরত। সচেতনতার অভাবসহ নানা সীমাবদ্ধতায় পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পান না যাদের বেশিরভাগই।
এমন প্রেক্ষাপটে শুক্রবার বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে বিশেষ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
কুয়েতের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসীরা সেবা নিতে সকাল থেকে দূতাবাসে জড়ো হন। দূরে যাতায়াতের জন্য যানবাহনেরও ব্যবস্থা করা হয়। বিদেশের মাটিতে মাতৃভাষায় বাংলাদেশি চিকিৎসকদের নিজেদের সমস্যার কথা জানিয়েছেন প্রবাসীরা।
সাধারণ শ্রমজীবীদের বিদেশি চিকিৎসকদের কাছে সমস্যার কথা বুঝিয়ে বলতে না পারায় প্রবাসীদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায় বলে মনে করেন সেবা দিতে আসা চিকিৎসকেরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সহায়তা পেলে ভবিষ্যতে আবদালি ও ওয়াফরা অঞ্চলে সরাসরি গিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।
বিদেশের মাটিতে কঠিন বাস্তবতার সঙ্গে প্রতিদিন লড়াই করেন প্রবাসীরা। স্বাস্থ্যসেবা তাদের নাগালের বাইরে। ভাষা, সময় আর খরচ সব মিলিয়েই পিছিয়ে থাকেন তারা। প্রবাসীদের দীর্ঘ লাইনে অপেক্ষার দৃশ্য আর ডাক্তারদের নিঃস্বার্থ সেবা যেন বলে দেয়, শুধু চিকিৎসা নয় এই আয়োজন প্রবাসীদের প্রতি একটি দায়বদ্ধতা, একটি পরিবারের মতো পাশে থাকার অঙ্গীকার।
এসএস/টিএ