নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের দীর্ঘদিনের অপেক্ষা এবার বাস্তব রূপ পেতে চলেছে। বহু বছর ধরে ঝুঁকিপূর্ণ নৌযাত্রার ভরসায় থাকা এই উপকূলীয় অঞ্চলে অবশেষে চালু হতে যাচ্ছে নলচিরা থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস।
নতুন এই যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠায় হাতিয়ার সাত লাখ মানুষের জীবনযাত্রা, নিরাপত্তা, অর্থনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
চারদিকে মেঘনা নদী ঘেরা হওয়ায় মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাতে হচ্ছে হাতিয়া দ্বীপবাসীর। নৌযানই এখানে যাতায়াতের একমাত্র ভরসা থাকায় বর্ষায় বৈরি আবহাওয়ায় প্রায়ই বন্ধ হয়ে যায় নৌ-চলাচল। এতে জরুরি চিকিৎসা, শিক্ষা কিংবা ব্যবসা-বাণিজ্যের কাজেও পড়ে বিঘ্ন।
এরই বাস্তবতায় উপজেলার নলচিরা থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত চালু হচ্ছে ফেরি সার্ভিস। ফলে নাগরিক সমস্যার অবসান ঘটতে যাচ্ছে দীর্ঘদিন পর বলে মনে করছেন হাতিয়াবাসী ।
পিএ/টিএ