ভারতীয় চলচ্চিত্র জগতে সাহসী পদক্ষেপ নিচ্ছেন ভাগ্যশ্রী বোর্সে। ‘ইয়ারিয়ান ২’, ‘মিস্টার বচ্চন’, ‘কিংডম’ এবং ‘কান্থা’-র মতো ব্যর্থতার পরও তিনি থেমে থাকেননি। নতুন করে তিনি নজর দিয়েছেন নারী-কেন্দ্রিক চরিত্রের দিকে যা অনেকের কাছে নতুন অভিনেত্রীর জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে হয়।
!তার সর্বশেষ তেলেগু ছবি ‘আন্ধ্রা কিং তালুকা’-তে ভাগ্যশ্রী অভিনয় করেছেন প্রাণবন্ত গ্রামীণ মেয়ে মাহালক্ষ্মীর চরিত্রে। অভিনেত্রী বলেন, তেলেগু দর্শকদের আনুগত্য ও ভক্তির প্রশংসা করেন তিনি এবং নিজের আলাদা পরিচয় তৈরি করতে চান। তিনি চাইছেন শক্তিশালী নারীর চরিত্রে অভিনয় করতে, যেমন দেখা গেছে ‘অরুন্ধতি’ চলচ্চিত্রে।
এর আগে ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো চলচ্চিত্রে সাফল্য পাওয়ায় আশা বেড়েছে যে ভাগ্যশ্রীর এই সাহসী পদক্ষেপ সফল হবে। ‘আন্ধ্রা কিং তালুকা’ মুক্তি পাচ্ছে ২৭ নভেম্বর, মিথ্রি মুভি মেকার্স ব্যানারে। দর্শকদের দৃষ্টি এখন সেই দিকে ভাগ্যশ্রী কি নতুন ট্রেন্ডের সূচনা করবেন, তা দেখার অপেক্ষায়।
আরপি/টিকে