দিনের ২ ওভার খেলা বাকি ছিল। কিন্তু আলোকস্বল্পতার কারণে আম্পায়ার খেলা বন্ধ করে দিলেন। তাও স্বস্তি নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। পঞ্চম দিনের পুরো ৯০ ওভারে জয়ের জন্য তাদের দরকার ৪ উইকেট। আর আয়ারল্যান্ডের? জিততে এখনও ৩৩৩ রান করতে হবে তাদের।
৫০৯ রান তাড়া করতে নামা আয়ারল্যান্ডের ষষ্ঠ উইকেটটি পড়েছে দলীয় ১৬৩ রানে। ১৭৬ রান নিয়ে দিন শেষে করেছে তারা। চতুর্থ দিন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফারই কিছুটা স্থিতিশীলতা দেখিয়েছেন। টেক্টর সর্বোচ্চ ৫০ রান করে আউট হলেও ৩৪ রানে অপরাজিত ক্যাম্ফার। তার সঙ্গে আগামীকাল ব্যাট করতে নামবেন নামের পাশে ১১ রান নিয়ে মাঠ ছাড়া অ্যান্ডি ম্যাকব্রাইন।
আগের ইনিংসে ৪ উইকেট শিকার করে টেস্টে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তাইজুল ইসলাম এই ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। হাসান মুরাদের ঝুলিতে ২ উইকেট। খালেদ আহমেদের ১।
আয়ারল্যান্ডকে চাইলে ফলোঅনে ফেলা যেত। তার পরিবর্তে ২১১ রানে এগিয়ে থেকে বাংলাদেশ ব্যাট করতে নেমে যায়। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম তুলে নিয়েছেন ফিফটি। ফিফটি করেছেন পাঁচ নম্বরে নামা মুশফিকুর রহিমও। মুমিনুল হক ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে, তিনি ৮৭ রানে আউট হলে ৪ উইকেটে ২৯৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৭৬ রান। শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরির ইনিংসে আয়ারল্যান্ডের ম্যাকব্রাইন নেন ৬ উইকেট। জবাবে তাইজুলের ৪, খালেদ ও মুরাদের ২টি করে উইকেটে ২৬৫ রানে আউট হয় আয়ারল্যান্ড।
ইএ/টিকে