কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ সাদী নির্বাচনি এলাকার ভোটারদেরকে ধানের শীষে ভোট দেবার আহ্বান জানিয়ে বলেছেন, কুষ্টিয়া-৪ আসনের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষই সেই পরিবর্তনের প্রতীক।
তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনদুর্ভোগ নিরসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং সবাইকে ধানের শীষে ভোট দেবার অনুরোধ করেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ এবং প্রচারের জন্য গণসংযোগ ও র্যালি শেষে খোকসা বাসস্ট্যান্ড ও কুমারখালীর কাজীপাড়া মোড়ে পৃথক দুটি সমাবেশে এসব কথা বলেন।
একই সময় খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন ও কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন, বিএনপি নেতা হাফিজুর রহমানসহ অন্যান্য নেতারা দলীয় প্রাথমিক মনোনয়ন পাওয়া সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পরিবর্তে শেখ সাদীকেই চূড়ান্ত মনোনয়ন দেবার দাবি জানান। তারা বলেন, মাঠপর্যায়ে জনসমর্থন, সাংগঠনিক শক্তি ও কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ সাদী-ই এই আসনের ‘জনপ্রিয় ও কার্যকর প্রার্থী’।
এর আগে কুষ্টিয়া জেলার সীমান্ত খোকসার শিয়াল ডাংগা থেকে প্রায় অর্ধ লক্ষ মানুষের এই র্যালি ও জনসংযোগ শুরু হয় এবং কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক দিয়ে র্যালিটি খোকসা শহর ঘুরে এসে খোকসা বাসস্ট্যান্ডে পথ সভায় মিলিত হয়। এরপর ৫ হাজারের বেশি মোটরসাইকেল এবং আরো কয়েক শ মাইক্রোবাস, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহন সহযোগে র্যালিটি কুমারখালী পৌর এলাকা প্রদক্ষিণ শেষে কুমারখালীর কাজীপাড়া মোড়ে এসে সমাবেশে রূপ নেয়। র্যালি ও জনসংযোগ শেষে সমাপনী বক্তব্যে বিএনপি নেতা শেখ সাদী বলেন, আমরা-আপনারা সবাই বিএনপির রাজনীতি করি। আমরা ধানের শীষের রাজনীতি করি। খোকসা কুমারখালীর রাস্তা আজ জনসমুদ্রে ভরপুর। মানুষ নিজের ভবিষ্যৎ নিজের হাতে লিখতে চায়।
তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পৌঁছে দিতে কুমারখালী-খোকসার হাজার হাজার জনতার এই অংশগ্রহণই প্রমাণ, পরিবর্তনের পথ তৈরি হয়ে গেছে। বাকি শুধু বিজয়—ইনশাআল্লাহ।
খোকসা-কুমারখালীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ সাদী বলেন, আপনাদের ভালোবাসা আমার সবচেয়ে বড় প্রেরণা। উন্নত ভবিষ্যতের জন্য আমরা পরিবর্তনের পথে আছি।
উল্লেখ্য, কুষ্টিয়া-৪ আসনে প্রাথমিকভাবে বিএনপির দলীয় এমপি মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। এই মনোনয়ন ঘোষণার পর থেকেই কুমারখালী-খোকসা উপজেলা বিএনপির নেতা শেখ সাদীর সমর্থক ও তৃণমূল নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।