সাতক্ষীরায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী নামের এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হন আরো দুই জন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদরের আলীপুর বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজর আলী সাতক্ষীরা সদর উপজেলার গাঙ্গনিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার সাতক্ষীরা-২ আসনের জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোডাউন ছিলো। রাস্তা দিয়ে মোটরসাইকেলের সারি যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সাথে ওই ফজর আলীসহ কয়েকজনের ধাক্কা লাগে। এতে ফজর আলী গুরুতর আহত হয়। এসময় আহত হয় আরো কয়েকজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ফজর আলীর মৃত্যু হয়।
আহতরা হলেন, আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার নজরুল ইসলাম ও সদরের ফিংড়ী ইউনিয়নের আকবার সরদার।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল সদর থানার উপ-পরিদর্শক মেহেদী পরিদর্শন করেছেন।