জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল থেকে আজ রবিবার দুপুর থেকেই শিক্ষার্থীদের ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হতে দেখা গেছে।
শুক্রবার ও শনিবারের ভূমিকম্পের পর নিরাপত্তা উদ্বেগের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের মৌখিক ঘোষণা দিয়েছে। এতে শিক্ষার্থীদের আগামীকাল সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, ‘আগামীকাল সোমবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন একটি মৌখিক ঘোষণা দিয়েছে এখনো নোটিশ আসেনি।’
এদিন দুপুরে দেখা গেছে, ছাত্রীহল থেকে অনেক শিক্ষার্থী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে অনেকে এখনো দ্বিধায় রয়েছেন। কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন, হঠাৎ করে হল ছাড়ার নির্দেশের কারণে তারা সমস্যায় পড়েছেন, কারণ টিউশনসহ অন্যান্য কাজ রয়েছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ দীর্ঘমেয়াদি সমাধান নয়। আবার কেউ মনে করছেন, হল বন্ধের সিদ্ধান্ত যৌক্তিক।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ হলে থাকার চেয়ে বাড়ি চলে যাওয়া ভালো সিদ্ধান্ত।
পুরান ঢাকা অপরিকল্পিতভাবে বেড়ে উঠেছে। বড় ধরনের ভূমিকম্প হলে এ অঞ্চলের অবস্থা ভয়াবহ হবে।
আরপি/টিএ