সম্প্রতি একটি কনসার্টে প্রেমিক বীর পাহাড়িয়ার সামনে প্রেমিকা ও অভিনেত্রী তারা সুতারিয়াকে চুমু দেওয়ার ঘটনায় নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়। সবার সামনে পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ভালোভাবে নেননি বীর। চুম্বন কাণ্ডের পর থেকে তাঁদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়! যা রূপ নিয়েছে বিচ্ছেদে।
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, অনেকটা গোপনীয়তার সঙ্গে দুইজনের সম্পর্কের ইতি টেনেছেন তারা-বীর। যদিও সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু এখনও জানাননি এই প্রেমিক যুগল।
সম্প্রতি ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা গেছে, তারা সুতারিয়ার হাত ধরে মঞ্চে আসেন এপি। খানিক দূরে দাঁড়িয়ে তারার প্রেমিক বীর পাহাড়িয়া। তার সামনেই তারার সঙ্গে মঞ্চে বারবার ঘনিষ্ঠ হন এপি। কখনও জড়িয়ে ধরলেন। কখনও চুমু খেলেন।
ভিডিও দেখে বোঝা যায়, তা দেখে বিরক্ত বীর। গায়ক এপি এবং তারার চুমুর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে নেটিজেনদের একাংশ বলেন, বীর নাকি প্রেমিকাকে এপির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। কারও দাবি, বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না বীর, তা একেবারে স্পষ্ট।
গত বছরের শুরুর দিকে তারা ও বীরের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। ব্যক্তিগত আউটিংগুলোতে যখন দুইজনকে একসঙ্গে দেখা যায়, তখন থেকে অনুরাগীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছিল পর্দার রসায়ন কি তবে বাস্তবেও রূপ নিল? সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন গত বছরের মার্চ মাসে এক জাঁকজমকপূর্ণ ফ্যাশন ইভেন্টে। র্যাম্পে দুইজন একসঙ্গে হাঁটতে ভক্তরা তাঁদের সম্পর্কে বিষয়ে একপ্রকার নিশ্চিত হয়ে যান।
উল্লেখ্য, তারা ও বীরের সম্পর্কের এক বছর না ঘুরতেই ফাটল ধরেছে।
এমআই/টিকে