রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হোক কলরব’-এর ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় উত্তেজনার ঝড় উঠেছে। ২৩ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। ছাত্র-রাজনীতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরের অন্ধকার চিত্রায়ন করেই পরিচালক গল্প সাজিয়েছেন। ট্রেলারে দেখা যাচ্ছে, নবাগত ছাত্রদের উপর হিংস্র র্যাগিং কালচার এবং নির্যাতনের ঘটনা। এক ছাত্রের আত্মহত্যার পর পুলিশ এবং প্রশাসন শিক্ষাঙ্গনে ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন।
শাশ্বত চট্টোপাধ্যায় পুলিশের চরিত্রে উপস্থিত, তার রাউডি রূপ এবং সংলাপ দর্শককে নস্ট্যালজিয়ায় ডুবিয়ে দিচ্ছে। আগে ছবিকে ঘিরে ‘ক্ষুদিরাম’ সংক্রান্ত বিতর্ক দেখা দিয়েছিল, বিশেষ করে শাশ্বতের সংলাপ নিয়ে। তবে ট্রেলারে ওই নামের কোনও উল্লেখ নেই, ফলে বিতর্ক শেষপ্রায়ত মনে হচ্ছে।
ট্রেলারে শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে ছড়ানো অশান্তি, নবীন ছাত্রদের উপর অত্যাচার এবং সামাজিক সমস্যা ফুটে উঠেছে। শাশ্বত ও রাজ চক্রবর্তীর অভিনয় এবং পরিচালনার ধরন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ট্রেলারের উত্তেজনা এবং গল্পের প্রাসঙ্গিকতা নতুন বছরের টলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছে।
পিআর/টিএ