কবি, অভিনেতা, নির্মাতা তারেক মাহমুদের লেখা কবিতা ‘পুরনো বাসা ছেড়ে দেবার সময়’। এই কবিতায় তিনি ঢাকা শহরে ভাড়া বাসায় থাকা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট হৃদয়স্পর্শী অনেক বিষয় তুলে ধরেছিলেন। কবিতাটি বেশ সাড়া ফেলেছিল।
সেই কবিতা থেকে এবার নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এর নাম ‘সম্পর্ক’। এটি নির্মাণ করেছেন জীবন শাহাদাৎ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন এ নির্মাতা। এছাড়া আরো অভিনয় করেছেন তামান্না তাশফিয়া, ওয়ালিউর রহমান, সাজু আহমেদ ও সাইফুল টিটু।
ছোট এই সিনেমাতে একটি বিশেষ চরিত্রে রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সুদীপ মুখার্জি। তিনি গল্পের অংশ হিসেবে মূল কবিতাটি আবৃত্তি করেছেন।
সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, জীবন-জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন বসবাসের পর ভাড়া বাসা ছেড়ে দিতে হয়। তখন শুধু বাস করা ঐ বাসা নয়, এলাকার অনেকের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ত্যাগ করতে হয়। মায়া ও সম্পর্ক ছেড়ে যাওয়ার সেই কষ্ট ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়।
সিনেমাটি ইতোমধ্যে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে, তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে পাঠানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।
নির্মাতা জানান, ভারতের বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও ভিসা জটিলতার কারণে সিনেমাটি নিয়ে তিনি ভারতে যেতে পারছেন না। জীবন বলেন, আমি অনুরোধ করব ভারত সরকার আমাদের শিল্পীদের জন্য ভিসা প্রক্রিয়া অনেকটা সহজ করবে।
আরপি/টিকে