ব্রিসবেনে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত প্যাট কামিন্সের দলে ফেরা

পার্থ টেস্টে নিয়মিত অধিনায়ক ও পেস আক্রমণের নেতা প্যাট কামিন্সকে ছাড়াই খেলেছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের অধিনায়কত্বে দুই দিনের কম সময়ে সফরকারী ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে কামিন্স একাদশে ফিরবেন কি না, সে ব্যাপারে এতো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে চায় না অজিরা। সম্ভবত ম্যাচ শুরুর আগের দিনে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আশাবাদী, ব্রিসবেন টেস্টে নিয়মিত অধিনায়কই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন।

পিঠের নিচের অংশে স্ট্রেস ইনজুরির কারণে পার্থে অ্যাশেজের উদ্বোধনী টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন প্যাট কামিন্স। তবে কামিন্স শুধু মাঠেই অনুপস্থিত ছিলেন। দলের বাকিদের সঙ্গে পার্থেই ছিলেন তিনি। পার্থ স্টেডিয়ামের নেটে তিনি কয়েক সেশন বোলিংও করেছেন। ম্যাচ শুরুর আগের দিনগুলোতে প্রায় সম্পূর্ণ গতিতে বল করতে দেখা গেছে তাকে।

তার এই বোলিং সেশন অস্ট্রেলিয়ার টপ-অর্ডার ব্যাটারদেরও ভোগান্তিতে ফেলেছিল। কোচ ম্যাকডোনাল্ডের ভাষায় কামিন্সের এই পারফরম্যান্স সাক্ষ্য দিচ্ছে যে, তিনি পুনর্বাসনের শেষ পর্যায়ে পৌঁছে গেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই দিনের দুরন্ত জয়ে স্বাগতিকদের ওপর থেকে চাপ কিছুটা নেমে গেছে। গাবায় ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া ডে-নাইট ম্যাচে কামিন্স শতভাগ ফিট না হলেও চলবে। তবে খুব দ্রুত ম্যাচ শেষ হওয়ায় তার পরিকল্পিত পুনর্বাসন প্রক্রিয়া খানিকটা বিঘ্নিতও হয়েছে।



ম্যাকডোনাল্ড বলেন, 'তার চতুর্থ দিনে বোলিং করার কথা ছিল, কিন্তু ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। সে শুধুই বোলিংয়ের দিনটা একটু পিছিয়েছে… ভ্রমণের কারণে সোমবারের সেশন মঙ্গলবারে গিয়েছে। আবার তাকে বোলিং করতে দেখলেই আমরা বুঝতে পারব প্রত্যাবর্তনটা কেমন হতে পারে।'

অজিদের কোচ আরও বলেন, 'টেস্টের আগে এটা নিয়ে একটি বাস্তব আলোচনা হবে, এবং সিদ্ধান্তটিও দেরিতে নেওয়া হতে পারে। এখনও কিছু বিষয় বাকি আছে, কিন্তু এটা শেষের দিকে এগোচ্ছে এবং খুবই ইতিবাচক।'

ম্যাকডোনাল্ড আরও জানান, দলের জয় পেলেও সিদ্ধান্তে এর তেমন কোনো প্রভাব পড়বে না। তবে যদি তারা ১-০ ব্যবধানে পিছিয়ে থাকত, তবে চাপটা আরও বেশি হতো। একই সঙ্গে তিনি আরেক পেসার জশ হ্যাজলউডের সিরিজ শেষ হয়ে গেছে এমন গুঞ্জনও উড়িয়ে দেন। নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডের শেষ রাউন্ডে খেলার সময় হ্যাজলউড হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। সেই ম্যাচে অ্যাশেজ স্কোয়াডের আরেক সদস্য শন অ্যাবটও একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন। কোচের বিশ্বাস, পাঁচ ম্যাচের সিরিজের শেষ দিকে হ্যাজলউডকে দেখা যাবে।

ম্যাকডোনাল্ড বলেন, 'আমি মনে করি না সে পুরো সিরিজের বাইরে। এখনো মাত্র পুনর্বাসনের প্রথম সপ্তাহে আছে… আরও এগোলে আমরা পরিস্থিতি সম্পর্কে জানাতে পারব। সে সিরিজে কোনো একটা সময়ে অবশ্যই উপলব্ধ হবে।'

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের পথে সবচেয়ে বড় বাধা ভারত Nov 24, 2025
শান্তি আলোচনায় নতুন মোড়: ইউক্রেনের উদ্বেগ বাড়ছে Nov 24, 2025
গণমাধ্যমে প্রকৃত খবরের জন্য যুদ্ধ করতে হয়: তালাত মামুন Nov 24, 2025
গণমাধ্যমের কমিশন তৈরি হয়েছে কিন্তু রিপোর্ট নিয়ে আলোচনা হয়নি: মির্জা ফখরুল Nov 24, 2025
বাংলাদেশের মিডিয়াকে শিল্পগোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া ঠিক না : নুরুল হক নুর Nov 24, 2025
img
বলিউডের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ধর্মেন্দ্র, অমিতাভ যদি ‘শচীন’ হন, তবে তিনি হলেন ‘দ্রাবিড়’ Nov 24, 2025
img
ডেঙ্গুতে একদিনে প্রাণ হারাল ২, হাসপাতালে ৭০৫ Nov 24, 2025
img
সোশ্যাল মিডিয়ায় নারীদের নিরাপত্তার নিশ্চয়তায় হুমার কড়া বার্তা Nov 24, 2025
img
দেশের মালিক জনগণ, সরকার নয় : সুলতানা কামাল Nov 24, 2025
img
চট্টগ্রাম জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে ধিক্কার জানাই: ইশরাক হোসেন Nov 24, 2025
img
মুকুট না পেলেও দেশের মন জিতলেন মিথিলা, ফেরার পর শুরু নতুন অধ্যায় Nov 24, 2025
img
জিজ্ঞাসাবাদে আক্রমণাত্মক আচরণ করা হয়েছে, অভিযোগ শহীদুল হকের আইনজীবীর Nov 24, 2025
img
তিলককে চার নম্বরে খেলাতে চাইছেন ইরফান পাঠান Nov 24, 2025
img
রাশিয়া ও সৌদি আরব থেকে ৭৫ হাজার টন সার কিনবে সরকার Nov 24, 2025
img
প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান Nov 24, 2025
img
ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল Nov 24, 2025
img
ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের ডেকেছেন প্রধান উপদেষ্টা : রিজওয়ানা Nov 24, 2025
img
শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ইবি অধ্যাপক চাকরিচ্যুত Nov 24, 2025
img
ধর্মেন্দ্রর শেষ খবর কেন কাওকে জানায়নি পরিবার? Nov 24, 2025
img
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের ৪৪ কোটি টাকার জমি জব্দ Nov 24, 2025