ইংল্যান্ড সমর্থককে খোঁচা দিলেন অজি কিংবদন্তি মার্ভ হিউজ

পার্থ টেস্টে ইংল্যান্ডের লজ্জাজনক হারের পর ইংলিশদের খোঁচা দেয়ার সুযোগ হাতছাড়া করেননি অজি কিংবদন্তি মার্ভ হিউজ। মাত্র দুই দিনে থ্রি লায়ন্সের হারের পর তাদের বোলিং আক্রমণ সম্পর্কে একটি বিস্ময়কর তথ্য তুলে ধরেছেন ফ্রুটফ্লাই নামে খ্যাত অস্ট্রেলিয়ার এই সাবেক ফাস্ট বোলার। এক ইংলিশ ভক্তের সঙ্গে বাকযুদ্ধে তিনি স্মরণ করুইয়ে দিয়েছেন, দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার যে ১২ উইকেটের পতন হয়েছে তার সবকটিই নিয়েছেন এমন বোলাররা, যারা ইংল্যান্ডে জন্মাননি।

হিউজ এই তথ্যটি প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভক্তের জবাবে। সেই ভক্ত স্টিভ স্মিথকে উপহাস করছিলেন ২০১৮ সালের স্যান্ডপেপার বল-ট্যাম্পারিং কাণ্ডে তার ভূমিকার জন্য শাস্তি পাওয়ার পর প্রেস কনফারেন্সে কাঁদার প্রসঙ্গ তুলে।

প্রথম ইনিংসে বেন স্টোকস (নিউজিল্যান্ডে জন্ম) পাঁচ উইকেট নেন, ব্রাইডন কার্স (দক্ষিণ আফ্রিকায় জন্ম) পুরো ইয়াচে পান পাঁচ উইকেট, আর জোফরা আর্চার (বার্বাডোজে জন্ম) নেন দুই উইকেট। অন্যদিকে ইংল্যান্ডে জন্ম নেওয়া দুই পেসার গাস অ্যাটকিনসন ও মার্ক উড ছিলেন উইকেটশূন্য।

হিউজ ভক্তটিকে আরও মনে করিয়ে দেন যে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে প্রতিপক্ষের ২০টি উইকেটই নিয়েছেন অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া বোলাররা।

তিনি এক্সে একটা ছবি পোস্ট করে লিখেছেন, ’এইটা সামলাও ক্রেইগ… এবার হয়তো নিজেই কেঁদে ফেলবে!!!’
হিউজ সামাজিক মাধ্যমে সবচেয়ে সরব সাবেক ক্রিকেটারদের একজন এবং বছরের পর বছর ধরে তিনি ভক্ত ও বিশ্লেষকদের সঙ্গে তীব্র তর্কে জড়িয়েছেন। ইংলিশ টিভি উপস্থাপক ও সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে তার চলমান দ্বন্দ্বটি সবচেয়ে নজরকাড়া। ২০২৩ সালে লর্ডসে জনি বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিং নিয়ে মরগানের প্রতিক্রিয়ার জবাবে হিউজ তাকে ‘ভণ্ড ফ্লগ’ এবং ‘মূর্খ’ বলে আখ্যা দেন।
এরপর মরগানের প্রোডাকশন টিম হিউজকে পিয়ার্স মরগান আনসেন্সরড অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, যা তিনি দ্রুতই প্রত্যাখ্যান করেন।

খেলোয়াড়ি জীবনে হিউজ প্রতিপক্ষদের সঙ্গে বাকযুদ্ধে জড়ানোর কারণে বেশ আলোচিত ছিলেন। জাভেদ মিয়াঁদাদের সঙ্গে তার সে সময়ের দ্বন্দ্বটি বিশেষভাবে স্মরণীয়—যেখানে পাকিস্তানি কিংবদন্তি তাকে ‘মোটা বাস কন্ডাক্টর’ বলেছিলেন, আর হিউজ উইকেট নেওয়ার পর জবাব দিয়েছিলেন, ‘টিকিট, প্লিজ!’

গোঁফের কারণে বিখ্যাত এই ফাস্ট বোলার একবার তার বল খেলতে সমস্যায় পড়লে ইংল্যান্ড অধিনায়ক গ্রাহাম গুচকে বলেছিলেন, ’চাইলে তোমার দিকে একটা পিয়ানো ছুড়ে মারি, দেখি সেটা বাজাতে পারো কি না?’
খেলোয়াড়ি দক্ষতা ও দারুণ ব্যক্তিত্বের জন্য এই ফাস্ট বোলার অস্ট্রেলিয়ায় এখনও খেলাধুলাপ্রেমীদের অন্যতম প্রিয় ব্যক্তি। তার আলাদা চেহারা, আগ্রাসী মাঠের আচরণ ও বোলিংয়ের আগে শরীর স্ট্রেচ করার মজার ভঙ্গিমার জন্য তিনি ছিলেন দর্শকদের প্রিয়। ভিক্টোরিয়ান এই পেসার ক্যারিয়ারে ৫২ টেস্টে ২১২ উইকেট নিয়েছিলেন। ১৯৮৫-৮৬ ভারত সিরিজে তার টেস্ট অভিষেক হয়েছিল। এই উইকেটগুলোর মধ্যে কমপক্ষে ৭৫টি ইংল্যান্ডের বিপক্ষে। হিউজ তার ন’বছরের টেস্ট ক্যারিয়ারে একটি হাফ-সেঞ্চুরিও করেছিলেন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের ৪৪ কোটি টাকার জমি জব্দ Nov 24, 2025
বিচ্ছেদের পর নতুন প্রেমে বাঁধন Nov 24, 2025
img
রানি সিরিকিতকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূতের পরিষ্কার অভিযান Nov 24, 2025
গণমাধ্যমে প্রকৃত খবরের জন্য যুদ্ধ করতে হয়: তালাত মামুন | Nov 24, 2025
সাভারে বিএনপি'র আনন্দ র‍্যালিতে নেতা-কর্মীদের ঢল Nov 24, 2025
img
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক Nov 24, 2025
img
আইসিইউতে থাকা ৪১ শতাংশ রোগীর মধ্যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না : আইইডিসিআর Nov 24, 2025
img
তাপসের ২১ ব্যাংকের ১০ কোটি ৩৮ লাখ টাকা জব্দের আদেশ Nov 24, 2025
img
করণ জোহরের ইনস্টাগ্রাম পোস্টে ধর্মেন্দ্রের প্রতি শেষ শ্রদ্ধা Nov 24, 2025
img
আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা Nov 24, 2025
img
জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার : হাইকোর্ট Nov 24, 2025
img
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ Nov 24, 2025
img
পালন হলো না ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন Nov 24, 2025
img
আবুল সরকার গ্রেপ্তারসহ নানা বিষয়ে ফারুকীর প্রতিক্রিয়া Nov 24, 2025
img
আবুল সরকারকে গ্রেপ্তার মানে আমাকে গ্রেপ্তার করা : ফরহাদ মজহার Nov 24, 2025
img
৮ বছর পরও চিরস্মরণীয় বারী সিদ্দিকীর নাম Nov 24, 2025
img

জোজো মুখোপাধ্যায়

জুবিন খুব বন্ধুবৎসল, নিজেকে আড়াল করতে জানত না Nov 24, 2025
img
এক বছরে সর্বাধিক ম্যাচ খেলে ইতিহাস গড়লেন সালমান আঘা Nov 24, 2025
"গণমাধ্যমকে কি দেশের চতুর্থ স্তম্ভ হতে চেয়েছে?" Nov 24, 2025
"রাজনৈতিক অঙ্গীকার ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়" Nov 24, 2025