‘হাস্যকর’ বলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে প্রত্যাখ্যান ভেনিজুয়েলার

ভেনিজুয়েলার সরকার সোমবার যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পনাকে ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছে। এ পরিকল্পনার মাধ্যমে ওয়াশিংটন ‘অস্তিত্বহীন’ কার্টেল দে লস সোলে্‌সকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রসচিব মারকো রুবিও এ মাসের শুরুর দিকে বলেন, যুক্তরাষ্ট্রে বেআইনি মাদক সরবরাহের অভিযোগে কার্টেল দে লস সোলে্‌সকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবে।

ট্রাম্প প্রশাসন দাবি করে, এই কার্টেলটি উচ্চপদস্থ ভেনিজুয়েলান কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এবং তারা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এর নেতৃত্বে থাকার অভিযোগও করেছে—যা মাদুরো অস্বীকার করেন।

এ পদক্ষেপ এমন সময় আসছে যখন কারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির কারণে মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে আছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এই ঘোষণাকে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা হিসেবে ব্যবহার করতে পারে কিনা তা নিয়ে কিছু উদ্বেগও দেখা দিয়েছে, যদিও নিষেধাজ্ঞাবিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, সংশ্লিষ্ট আইন এমন অনুমতি দেয় না।

মাদুরো ও তার সরকার সব সময় অপরাধের অভিযোগ অস্বীকার করে বলেছে, যুক্তরাষ্ট্র কেবল ভেনিজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই ‘রেজিম-চেঞ্জ’ চায়।

ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল টেলিগ্রামে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের সচিব মারকো রুবিওর নতুন ও হাস্যকর মনগড়া দাবিকে ভেনিজুয়েলা দৃঢ়ভাবে, পুরোমাত্রায় এবং নিঃশর্তভাবে প্রত্যাখ্যান করে—যেখানে তিনি অস্তিত্বহীন কার্টেল দে লস সোলে্‌সকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন।

তিনি আরো বলেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ‘চিরাচরিত রেজিম-চেঞ্জ নকশায় ভেনিজুয়েলার বিরুদ্ধে অবৈধ ও বেআইনি হস্তক্ষেপকে ন্যায়সংগত করার জন্য এক নোংরা ও জঘন্য মিথ্যার পুনরুজ্জীবন।’ তিনি দাবি করেন, ‘এই নতুন চাল আগের সকল আগ্রাসনের মতোই ব্যর্থ হবে।’
রয়টার্স শনিবার জানায়, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলাসম্পর্কিত অভিযানের নতুন ধাপ শুরু করতে যাচ্ছে—যদিও সেই পদক্ষেপের সুনির্দিষ্ট সময় বা পরিধি নিশ্চিত করা যায়নি, কিংবা ট্রাম্প চূড়ান্ত অনুমোদন দিয়েছেন কি না তাও জানা যায়নি।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় কার্টেল দে লস সোলে্‌সকে ‘বিশেষভাবে নামকরা বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে—যার ফলে যুক্তরাষ্ট্রে তাদের যেকোনো সম্পদ জব্দ করা হয় এবং মার্কিন নাগরিকদের জন্য তাদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ হয়।

সংগঠিত অপরাধ নিয়ে গবেষণা-নির্ভর প্রতিষ্ঠান ইনসাইট ক্রাইম আগস্টে জানায়, মাদুরোকে কার্টেলের প্রধান বলা একটি ‘অতিরঞ্জন’। তাদের মতে, এটি বরং এমন এক ‘দুর্নীতির কাঠামো’, যেখানে সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা মাদক চোরাচালানকারীদের সঙ্গে কাজ করে লাভবান হন।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

দুই নায়িকার সঙ্গে শাকিব খানের নতুন সিনেমা Nov 24, 2025
রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিকে নবম জয় আল-নাসরের Nov 24, 2025
img
‘ভূমি’ অ্যাপ উদ্বোধন করলেন উপদেষ্টা আলী ইমাম Nov 24, 2025
সাংবাদিকরা দূর্নীতিবাজদের মুখোশ উন্মোচন না করলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে না| Nov 24, 2025
img
৫ বছরে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে বাংলাদেশ : বিশ্বব্যাংক Nov 24, 2025
img
মহাবিশ্বে নক্ষত্রের সংখ্যা, পৃথিবীর বালুকণার চেয়ে বেশি Nov 24, 2025
img
ধর্মেন্দ্র–হেমার প্রেমের গোপন অধ্যায় Nov 24, 2025
img
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবদল নেতা Nov 24, 2025
img
জোর করে সীমানা বদলানো যাবে না : জেলেনস্কি Nov 24, 2025
img
গ্যাস সংকটের অভিযোগ নিয়ে তিতাসের কার্যালয়ে ইশরাক Nov 24, 2025
ইংরেজ আমলে নির্মিত ঢাবির হলগুলো ভূমিকম্পে কতটা সহনশীল? Nov 24, 2025
img
টোটা রায়চৌধুরীর চোখে ধর্মেন্দ্রের মানবিকতা Nov 24, 2025
img
ধর্মেন্দ্রের শোকে থমকে গেছে বলিউডের কার্যক্রম Nov 24, 2025
img
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা Nov 24, 2025
img
বাংলা ধারাবাহিক থেকে মুখ ফেরালেন দেবযানী! Nov 24, 2025
img
রাজনৈতিক অর্থায়নের অস্বচ্ছতায় বিশেষজ্ঞদের উদ্বেগ Nov 24, 2025
img
শ্রীলঙ্কা সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ Nov 24, 2025
img
মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত পরিচালক অরিন্দম Nov 24, 2025
img
প্লিজ, রাজনীতির সঙ্গে ধর্ম মেশাবেন না : মাসুদ কামাল Nov 24, 2025
img
ভূমিকম্প : প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার Nov 24, 2025