মেয়েদের কাবাডি বিশ্বকাপে দ্বিতীয় আসর বসেছিল বাংলাদেশে। আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে হারিয়েছে চাইনিজ তাইপেকে, ৩৫-২৮ পয়েন্টে। টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয় হল দলটি। ভারতে হওয়া প্রথম আসরেও শিরোপা ছিল স্বাগতিকদের।
মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার বিকেলে ম্যাচে প্রথমেই এগিয়ে যায় চাইনিজ তাইপে। চাপ ধরে রেখে পয়েন্ট ব্যবধান বাড়াতে থাকে দলটি। প্রথমার্ধের প্রায় পুরোটা ভারতের উপর প্রাধান্য বিস্তার করে খেলে কোচ ডেভিডের শিষ্যরা।
বিরতির মিনিট দুয়েক আগে ভারতের প্রথমবার অলআউটের শঙ্কাও জেগেছিল, পয়েন্ট ছিল ৯-১২। সেখান থেকে সাঞ্জু দেবী রেইডে চাইনিজ তাইপের চার খেলোয়াড়কে আউট করে ভারতকে ১৩-১২ পয়েন্টে নেন। ম্যাচে সমতায় ফেরার সাথে সাথেই এগিয়ে যায় ভারত। এসময় একবার অলআউট হয় চাইনিজ তাইপে। পরে ভারতকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
প্রথমার্ধ শেষ হয় ২০-১৬ পয়েন্টে। বিরতির পর বোনাস পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে ব্যবধান কমায়। পুষ্পা রেইডে তিন পয়েন্ট তুলে ভারতের লিড বড় করেন। সময়ের সঙ্গে চাইনিজ তাইপে ম্যাচ থেকে পিছিয়ে যেতে থাকে। একপর্যায়ে রেইড ও ট্যাকল থেকে পয়েন্ট তুলে ব্যবধান ২৫-২২ করে দেশটি।
বাকি সময় সাঞ্জু-পুষ্পাদের হিসেবি খেলায় ম্যাচ ভারতের দিকে ঝুঁকে থাকে। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে চাইনিজ তাইপে সুপার ট্যাকল করে ফেরার চেষ্টা করে, স্কোর ছিল ৩০-২৬। শেষদিকে তাদের অলআউট করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ভারত। স্কোর তখন ৩৫-২৮। ওই ব্যবধানে দ্বিতীয়বার বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ভারত।
আইকে/টিএ