ফেনীর ফুলগাজীতে পারিবারিক ঘটনায় করা এক মামলার আসামি সৌদি প্রবাসী নুর হোসেন বাবুকে (৫৪) পুলিশ গ্রেপ্তার করতে গেলে আতঙ্কিত হয়ে তার মৃত্যু হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নুর হোসেন বাবু উত্তর শ্রীপুর এলাকার মৃত মীর হোসেনের ছেলে। পরিবারে তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে স্থানীয় শহীদ নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তাদের প্রতিবেশী নুর হোসেন বাবুকে ২ নম্বর আসামি করা হয়। রোববার রাত দেড়টার দিকে ফুলগাজী থানা পুলিশের সদস্যরা বাবুকে গ্রেপ্তারে তার বাড়িতে যান। এ সময় তিনি আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক সেখান থেকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নূর হোসেনের বড় ছেলে নূর করিম রিমন অভিযোগ করে বলেন, প্রতিবেশীর দায়ের করা একটি মিথ্যা মামলায় বাবাকে আসামি করা হয়। পুলিশ গভীর রাতে তাকে গ্রেপ্তার করতে বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। বাবা ঘুম থেকে উঠে দরজার সামনে পুলিশ দেখে ভয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
এদিকে খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা তাকে হাসপাতালে দেখতে যান ও তার পরিবারের খোঁজ খবর নেন।
ইউটি/টিএ