অ্যাশেজের প্রথম টেস্টের দলে ছিলেন না অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তার অনুপস্হিতিতে দলকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। ছিলেন না পেসার জশ হ্যাজলউডও। দ্বিতীয় টেস্টের আগে তাদের খেলার বিষয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
দ্বিতীয় টেস্টের আগে অবশ্য কামিন্সকে নিয়ে সুখবরই পেয়েছে অস্ট্রেলিয়া। চোট থেকে সেরে উঠছেন এই তারকা। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কামিন্সের চোটের অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো এবং ব্রিসবেন টেস্টের আগেই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
ম্যাকডোনাল্ড বলেন, ' দ্বিতীয় টেস্টের আগে আমাদের আলোচনা হবে। এখনো একটু কাজ বাকি আছে, তবে সবকিছুই খুব পজিটিভ। তার রিকভারি প্রায় শেষের দিকে।'
কামিন্সের বিষয়ে অজি কোচ আরো বলেন, ' চতুর্থ দিনে(প্রথম টেস্টের) তার বল করার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। ভ্রমণের কারণে সেটা সোমবার থেকে মঙ্গলবারে পিছিয়েছে।'
কামিন্সকে নিয়ে সুখবর দিলেও দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না হ্যাজলউডের৷ শেফিল্ড শিল্ডে পাওয়া চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে যান জশ হ্যাজলউড। দ্বিতীয় টেস্টের আগে তার ফেরার সম্ভাব্য সময় জানাতে পারেননি অজি কোচ।
তিনি বলেন, ' তার (হ্যাজলউড) রিহ্যাবের প্রথম সপ্তাহ চলছে।আমি মনে করি না সে পুরো সিরিজ থেকে ছিটকে গেছে।রিহ্যাব চলছে, সময়মতো আমরা আপডেট দেব। সিরিজের কোনো এক পর্যায়ে সে ফিরতে পারবে।'
প্রথম টেস্টে কামিন্স-হ্যাজলউডের অনুপস্থিতিতে দারুণ পারফর্ম করেছেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে ৭ উইকেটসহ ম্যাচে ১০ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। অভিষেক টেস্টে ৫ উইকেট শিকার করেন ব্রেন্ডন ডগেট। অজিদের দ্বিতীয় ইনিংসের ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে দুই দিনেই প্রথম টেস্টে জয় পায় অস্ট্রেলিয়া।
আইকে/টিএ