পরিচালক অরিন্দম শীলের জীবন এখন ব্যস্ততার এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। একদিকে তিনি তাঁর আসন্ন ছবি ‘মিতিন— একটি খুনির সন্ধানে’–এর প্রচারে ব্যস্ত, অন্যদিকে পরিবারের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, মেয়ের বিয়ে, সব সময় নিজের দৃষ্টি আকর্ষণ করছে। অরিন্দম এবং শুক্লা দাসের কন্যা সোনিকা শীল ফেব্রুয়ারি মাসে পিঁড়িতে বসবেন।
পরিচালক নিজে জানিয়েছেন, মেয়ের বিয়ে একটি ব্যক্তিগত বিষয়, তাই তিনি চাইছেন খুব বেশি আলোচনার জন্ম না হোক। তবে বললেন, “বাবাদের কাছে মেয়েরা সবসময় একটু বেশি আদরের। আমাদের প্রার্থনা শুধু এটুকুই, যেন মেয়ে সুস্থ ও সুখী থাকে।” ইতোমধ্যেই শীলবাড়িতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সোনিকা দীর্ঘদিন ধরে বাইরে থাকলেও বাবা-মায়ের চিন্তায় এখন পুরো পরিবারের মন মাতিয়ে উঠেছে।
পরিচালক আরও জানান, মেয়ের বিয়ে সব রীতি মেনে সম্পন্ন হবে। প্রথমে আইনি বিয়ে সারবেন, তারপর আত্মীয়-পরিজন এবং বন্ধুদের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হবে। তবে বর্তমানে তিনি মূলত মন দিতে চান ছবির প্রচারে এবং বিয়ের প্রস্তুতি নিয়ে খুব বেশি প্রকাশ্যে কিছু বলতে আগ্রহী নন।
এমকে/এসএন