নাটোরে নেসকোর প্রিপেইড মিটার বাতিল এবং অতিরিক্ত বিল আদায়ের প্রতিবাদে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে শহরের আলাইপুর এলাকায় নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে জড়ো হয়ে শহরের প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এ সময় শহরের স্টেশন বাজার থেকে নিচাবাজার প্রধান সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, সকাল থেকে ‘সর্বস্তরের জনগণ ও ছাত্র-জনতা’র ব্যানারে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা নেসকো অফিসের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা আলাইপুরস্থ নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে স্লোগান দেন। পরে আন্দোলনকারীরা প্রিপেইড মিটার সম্পূর্ণ বাতিল, দুর্নীতি বন্ধ এবং অতিরিক্ত বিল আদায়ের সুরাহা চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
পরে তারা বিকেলে ফের নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে জড়ো হয়ে শহরের প্রধান সড়ক অবরোধ করে। অবরুদ্ধ সড়কে আন্দোলনকারীদের ক্রিকেট খেলতে দেখা যায়। এ সময় তারা সারারাত সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নেসকো গ্রাহকদের ওপর প্রিপেইড মিটারের নামে নানা অনিয়ম চাপিয়ে দিয়েছে। অস্বচ্ছ বিলিং পদ্ধতি, ভুতুড়ে বিল ও অকারণে অতিরিক্ত চার্জ আরোপের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। প্রিপেইড মিটারের কারণে দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে এবং গ্রাহক হয়রানি চরমে পৌঁছেছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এসব অনিয়ম ও ভোগান্তির প্রতিবাদে এর আগেও একাধিকবার নেসকো অফিস ঘেরাও করা হয়েছিল। সে সময় নেসকো কর্তৃপক্ষের পক্ষ থেকে সাধারণ গ্রাহক ও শিক্ষার্থীদের সঙ্গে বসে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময়েও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। প্রতিশ্রুতি ভঙ্গ করায় এবং সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা আবারও রাজপথে নেমেছেন। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই নেসকো কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।
এ বিষয়ে জানতে নেসকোর নাটোর কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতি.) বিশাল আগরওয়ালা এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
কেএন/টিকে