১২ হাজার বছরে প্রথমবার জেগে উঠলো ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। রোববার স্থানীয় সময় সকালে উত্তর ইথিওপিয়ার এই আগ্নেয়গিরি থেকে হঠাৎ শুরু হয় অগ্ন্যুৎপাত।
এছাড়াও ভারত ও গালফ দেশের (জিসিসি) মধ্যে বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। ছাইয়ের মেঘ লোহিত সাগরের ওপরে ছড়িয়ে পড়ায় এয়ার রুটগুলোর ওপর ব্যাপক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রভাবিত রুটগুলোর মধ্যে ভারতের বিভিন্ন শহর এবং আবুধাবি ও দুবাই রয়েছে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রী ও ক্রুর নিরাপত্তার জন্য পরিস্থিতি পর্যালোচনা করার সময় তারা কিছু ফ্লাইট বাতিল করেছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগ্নেয়গিরি বিস্ফোরণের পর প্রভাবিত অঞ্চলের ওপর দিয়ে যাওয়া বিমানগুলোর 'প্রিকশনরি চেক' করার কারণে কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।
এরইমধ্যে, গতকাল থেকে দুবাই হয়ে হায়দরাবাদগামী 'এআই-২২২০৪' এবং চেন্নাইগামী 'এআই-২২১২' ফ্লাইট বাতিল করা হয়েছে।
কেএন/টিকে