৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিসিএস পরীক্ষার্থীদের শহীদ মিনার থেকে যমুনা অভিমুখী মিছিল করেন ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পদযাত্রাটি শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগ আসলে পুলিশি বাধার মুখে পড়ে। শাহবাগ থানার সামনে পুলিশ বেরিকেড দিয়ে ছাত্রদের আটকে দেয়। এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধি দল মাথায় কাফনের কাপড় পরে, হাতে ফুল নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেন। পরে থানার সামনেই অবস্থান করেন শিক্ষার্থীরা।
প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য দুই মাস সময় যথেষ্ট নয়-তাই অনতিবিলম্বে লিখিত পরীক্ষা পেছানোর দাবি তোলেন তারা। পিএসসি ২৭ নভেম্বরেই লিখিত পরীক্ষার দিন ধার্য করায় শিক্ষার্থীরা তাদের দাবি না আদায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ার দেন।
লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ নানা কর্মসূচি পালন করেছেন। নীলক্ষেত ও শাহবাগ মোড় অবরোধের পাশাপাশি রাজশাহী ও ময়মনসিংহে রেলপথও অবরুদ্ধ হয়। অবরোধ করা হয় ঢাকা-আরিচা মহাসড়কও। তারিখ না পেছালে পরীক্ষা বর্জন কারার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আন্দোলনের অংশ নেয়া নেতারা।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
ইউটি/টিএ