নিজের জীবনদর্শন নিয়ে অনুপ্রেরণামূলক বার্তা দিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। ভুল-ত্রুটি নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, “ভুল হবেই। আমরা সাধারণ মানুষ, ভুল করে আবার উঠে দাঁড়াই। কিন্তু আমাদের জীবনে নেতিবাচকতার কোনো জায়গা নেই।”
ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাস আর এগিয়ে চলার কথা তুলে ধরে অক্ষয় জানান, ব্যর্থতা তাকে কখনও থামাতে পারেনি। বরং প্রতিটি ভুল তার জীবনে নতুন শেখার পথ খুলে দিয়েছে।
ভক্তদের কাছে তার এই বার্তা—আলোয় থাকুন, ইতিবাচক থাকুন, আর এগিয়ে যান।
আইকে/টিএ