ভালো গানের সংজ্ঞা নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে গভীর কথা বললেন বর্ষীয়ান সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। দশকের পর দশক শ্রোতার হৃদয়ে রাজত্ব করা এই শিল্পী জানালেন, গান মানেই কেবল উচ্চস্বর নয়, চমক নয়, কিংবা অকারণ বাহুল্যও নয়। একটি গানকে সময়ের দেয়াল টপকে মানুষের মনে জায়গা করে দিতে হলে তার ভেতরে থাকতে হবে আবেগ, গভীরতা আর হৃদয়ছোঁয়া শব্দচয়ন।
অলকার ভাষায়, “একটা ভালো গানে গভীরতা, আবেগ আর শক্তিশালী লিরিক থাকতে হবে, শুধু খালি আওয়াজ বা বাহুল্য নয়।”
তার মতে, সুর যতই নিখুঁত হোক, গায়ক যতই খ্যাতিমান হোন না কেন, লিরিক যদি প্রাণহীন হয়, আবেগ যদি ভেতর থেকে না ওঠে, তবে সেই গান শ্রোতার মনে দাগ কাটতে পারে না। আজকের দ্রুতগতি বিনোদনজগত যেখানে শব্দের ঝলকানি আর আধুনিক প্রযুক্তির ওপর ভর করে গান তৈরি হয়, সেখানে অলকা মনে করিয়ে দিলেন গানের আসল শক্তি তার আত্মা, যেটি থাকে কথায়, সুরে, অনুভূতিতে।
সংগীতপ্রেমীরা বলছেন, তার এই মন্তব্য নতুন প্রজন্মের সামনে এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। কারণ সময় যতই বদলাক, মানুষকে স্পর্শ করে এমন গানই শেষ পর্যন্ত টিকে থাকে। আর সেই টিকে থাকার মূল স্বর হলো গভীরতা ও সত্যিকারের অনুভূতির প্রকাশ।
আইকে/টিএ