সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-জামালগঞ্জ-তাহিরপুর-মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, ‘সারা দেশে বিএনপির নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। আমরা সবাই মিলে ধানের শীষকে বিজয়ী করতে চাই। ধানের শীষ শুধু নির্বাচন প্রতীক নয়-এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। ধানের শীষ আপামর জনগণের প্রতীক।
ধানের শীষ বিজয়ী হলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিজয় নিশ্চিত হবে।’
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বটতলায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আনিসুল হক বলেন, ‘দলের মুরব্বিদের সিদ্ধান্ত সবারই মেনে চলা উচিত। এর পরও কেউ যদি চ্যালেঞ্জ নিতে চান, তাহলে আমরাও সহজে ছাড় দেব না।’
পথসভাকে ঘিরে দুপুর থেকেই সাচনা বাজার এলাকায় খণ্ড খণ্ড মিছিল, নাচ-গানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো বাজার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী আফিন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিজে/টিএ