বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্রিসবেন হিটের বিপক্ষে ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ২৭ রান। নিয়েছেন মূল্যবান দুটি উইকেট। এরপরও জিততে পারল না তার দল। বিবিএলে দিনের একমাত্র ম্যাচে হোবার্ট হারিকেন্সকে ৩ রানের হারিয়েছে ব্রিসবেন।
১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার হারায় হোবার্ট। ১ রানে টিম ওয়ার্ড ও ৮ রানে মিচেল ওয়েন আউট হন।
তৃতীয় উইকেট জুটিতে ব্রিসবেনের বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন বেন ম্যাকডারমুট ও বেউ ওয়েবস্টার। এসময় দুজন মিলে গড়েন ৯৮ রানের জুটি। এই জুটি ভাঙার আগে শেষ ৬ ওভারে দরকার ছিল মাত্র ৩৭ রান। তখনও ছিল হাতে আটটি উইকেট। কিন্তু উইকেট পতনের ধারা ও মন্থর রানের গতিতে শেষে হারা মেনে নেয় হোবার্ট।
দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ম্যাকডারমুট। ৫১ রান করেন ওয়েবস্টার। এছাড়া নিখিল চৌধুরী ১৬, ম্যাথু ওয়েড ১১, রেহান ০, জর্ডান ০, এলিস ২ ও রিশাদ ১ রান করেন।
এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে ব্রিসবেন হিট। নাথান ম্যাকসুয়েনি ও ম্যাট রেনশোরা দলীয় স্কোরটা এগিয়ে দিলেও শেষদিকে ফিনিশিংটা ভালো হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ম্যাকসুয়েনি। ৩৭ রান করেন রেনশো। এছাড়া ম্যাক্স ব্রায়ান্ট ২০ ও উসমান খাজা ১৯ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
হোবার্টের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিলে মেরেডিথ। দটি করে উইকেট নেন রিশাদত হোসেন ও নাথান এলিস।
এসকে/টিএ