দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি তেজার নতুন রোমান্টিক কমেডি ছবি ‘ভার্তা মহাশয়ুলাকু বিজ্ঞানপ্তি’ মুক্তির প্রথম দিন মাঝারি সাড়া পেয়েছে। পরিচালক কিশোর তিরুমালার এই ছবিটি মুক্তির আগে ভালো আলোচনা তৈরি করলেও প্রথম দিনে বিশ্বজুড়ে আয় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। উৎসবের মরসুমে মুক্তি এবং তারকা অভিনেতার উপস্থিতি সত্ত্বেও ছবির সূচনা প্রত্যাশার তুলনায় কিছুটা ধীর বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকেরা।
ছবিটির ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি রবি তেজার সাম্প্রতিক কয়েকটি ছবি প্রত্যাশামতো সাফল্য না পাওয়ায় দর্শকের একাংশ হলে যেতে দ্বিধায় রয়েছেন বলেও ধারণা করা হচ্ছে। তবুও নির্মাতাদের ভরসা, ছুটির দিনের দর্শক ছবির আয় বাড়াতে সাহায্য করতে পারেন।
ছবিতে রবি তেজার সঙ্গে অভিনয় করেছেন আশিকা রঙ্গনাথ এবং ডিম্পল হায়াথি। সংগীত পরিচালনায় রয়েছেন ভীমস সিসিরোলেও। কমেডি চরিত্রে সত্য, ভেনেলা কিশোর এবং সুনীলের উপস্থিতি ছবিটিকে হালকা বিনোদনের রসদ জোগাচ্ছে। প্রেম, পারিবারিক আবেগ এবং হাস্যরসের মিশেলে তৈরি এই ছবি মূলত উৎসবের পারিবারিক দর্শকদের কথা মাথায় রেখেই নির্মিত।
এখন সব নজর উইকএন্ডের আয়ের দিকে। আগামী কয়েক দিনে দর্শকসংখ্যা বাড়লে ছবিটি ধীরে ধীরে গতি পেতে পারে বলেই আশাবাদী প্রযোজনা সংস্থা। প্রশ্ন একটাই এই ছবি কি রবি তেজাকে আবারও বক্স অফিসের দৌড়ে ফিরিয়ে আনতে পারবে, নাকি অপেক্ষা আরও দীর্ঘ হবে।
পিআর/টিএ