প্রশাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করা জামায়াতের সেই প্রার্থীকে শোকজ

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম-১৫ আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।

সোমবার (২৪শে নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই নোটিশে স্বাক্ষর করেন এবং শাহজাহান চৌধুরীকে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, গত শনিবার (২২শে নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত 'নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন'-এ দেওয়া বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেছিলেন, "নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে।"

জামায়াত কর্তৃপক্ষ বলছে, এই মন্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাদের মতে, এই বক্তব্য রাষ্ট্রের প্রশাসনের পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং মূল স্পিরিট বা চেতনাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। সংগঠনের অবস্থান হলো, প্রশাসন পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে তাদের কাজ করবে এবং এখানে দলের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই।

নোটিশে আরও জানানো হয়, এমন বক্তব্যের জেরে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে কড়া সমালোচনা ও উদ্বেগ এসেছে। এমনকি দেশের কূটনৈতিক মহলও সরাসরি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ফলস্বরূপ, দেশ-বিদেশে জামায়াতের জনশক্তি এবং সাধারণ জনগণের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, শাহজাহান চৌধুরীর এই মন্তব্যের ফলে দলের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুন্ন হয়েছে এবং এটি দলীয় গঠনতন্ত্র, নীতি, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সম্পূর্ণ পরিপন্থী।

নোটিশে আরও জানানো হয়েছে যে শাহজাহান চৌধুরী এর আগেও একাধিকবার এমন সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুদ্ধকারী ও শৃঙ্খলাবিরোধী বক্তব্য দিয়েছেন। এর জন্য তাকে কয়েকবার সতর্কও করা হয়েছে, এমনকি জামায়াতের আমিরও তাকে ডেকে সতর্ক করেছেন। কিন্তু তারপরেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

জামায়াত আমিরের নির্দেশ অনুযায়ী এই শোকজ নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সন্তোষজনক উত্তর না পাওয়া যায়, তবে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এসএস/টিএ 

Share this news on:

সর্বশেষ

img

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত ১৫০০ ঘর: ফায়ার সার্ভিস Nov 25, 2025
img
নিজের নীতি অক্ষুণ্ণ রাখতেই প্রিমিয়ার এড়ান জিৎ Nov 25, 2025
img
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে Nov 25, 2025
img
ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন ৭ নেতা Nov 25, 2025
img
হকিতে চিলিকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ Nov 25, 2025
img
হতাশার কথা খুলে বললেন জেফার রহমান Nov 25, 2025
img
অভিনয় থেকে দূরে নয়, নতুন চ্যালেঞ্জের মুখে তুলিকা Nov 25, 2025
img
বিশ্বকাপের পরই বিয়ের পিঁড়িতে বসবেন রোনালদো! Nov 25, 2025
img
ফের মুখোমুখি ‘লড়াই’ দেব-শুভশ্রীর Nov 25, 2025
img
ক্ষমতা টিকিয়ে রাখতে তরুণদের হত্যা করেছে হাসিনা : জোনায়েদ সাকি Nov 25, 2025
img
নিম্নমানের ‘কিট ক্যাট’ বিক্রির অভিযোগে নেসলে এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Nov 25, 2025
img
দারিদ্র্য সীমার নিচে যাওয়ার ঝুঁকিতে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ : বিশ্বব্যাংক Nov 25, 2025
img
চাঁদাবাজি-টেন্ডারবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : রাশেদ খান Nov 25, 2025
img
বর্ডার-২ এর গানে এবার একসাথে থাকছে সনু-অরিজিত-দিলজিত Nov 25, 2025
img
ধানের শীষ হোক ঐক্যের প্রতীক: এমরান সালেহ প্রিন্স Nov 25, 2025
img
নন-ক্যাডারের ৭ কর্মকর্তাকে সুখবর দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় Nov 25, 2025
সব ভুলে আবার এক সানাই–মূসা: আদালত থেকে সংসারে ফেরা Nov 25, 2025
ঘণ্টাব্যাপী ফোনালাপে কী আলোচনা করলেন ট্রাম্প-শি? Nov 25, 2025
মৃত্যুর ভয় থেকে যেভাবে বাঁচবেন Nov 25, 2025
ইসির পোস্টাল অ্যাপে নিবন্ধন ৩১ হাজার ছাড়াল Nov 25, 2025