বিয়ের আগের রাতে সঙ্গীত অনুষ্ঠানের মঞ্চে নেচেছিলেন স্মৃতির বাবাও। ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্মৃতির সঙ্গেই নাচছেন তাঁর বাবা।
গায়ে হলুদ, মেহেন্দি ও সঙ্গীত পর্ব হয়ে গিয়েছিল। কিন্তু থমকে গিয়েছে স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে। বিবাহআসরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন স্মৃতির বাবা। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার মতো উপসর্গ দেখা গিয়েছিল। কিন্তু অসুস্থ হওয়ার আগের দিন মেয়ের বিয়ের আনন্দে তাঁকে নাচতে পর্যন্ত দেখা গিয়েছিল।
রবিবার বিয়ে হওয়ার কথা ছিল। তার আগের দিন, অর্থা়ৎ শনিবার সঙ্গীত ও মেহেন্দি অনুষ্ঠান ছিল। সঙ্গীত অনুষ্ঠানের মঞ্চে স্মৃতি ও পলাশের নাচের বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিয়ের আগের রাতে সঙ্গীত অনুষ্ঠানের মঞ্চে নেচেছিলেন স্মৃতির বাবাও। ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্মৃতির সঙ্গেই নাচছেন তাঁর বাবা। এই ভিডিয়ো দেখে নেটাগরিকের বক্তব্য, “কেউ ভাবতেও পারেননি, এত নাচানাচি করার পরেও মানুষটা অসুস্থ হয়ে পড়তে পারেন। সত্যিই মানুষের নজর খুব খারাপ। নজর না লাগলে এমন হয় না।”
রবিবার বিকেলে বিয়ের লগ্ন ছিল। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতির বাবাকে সাঙ্গলীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হননি তিনি ঠিকই। কিন্তু সমস্ত রকমের উপসর্গ ছিল। তাই তাঁর হৃদ্যন্ত্র ও রক্তচাপের ওঠানামা খতিয়ে দেখছেন তাঁরা।
চিকিৎসক নমন শাহ জানিয়েছেন, অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বিয়েতে পর পর বেশ কিছু অনুষ্ঠান থাকায় মানসিক ধকলের জন্যই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি তাঁর। বর্তমানে স্মৃতির বাবা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
সোমবার দিন অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পলাশকেও। তবে পরিস্থিতি গুরুতর নয় তাঁকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।
আইকে/টিএ