সালমান খানের মন্তব্য একবারেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। জনপ্রিয় অভিনেতা বলেন, পরিশ্রম দেখানোর দরকার নেই। কারণ প্রকৃত পরিশ্রম চোখে নয়, ফলাফলে বোঝা যায়। এই মন্তব্যে পরিশ্রম ও সফলতার সত্যিকারের মান বোঝার দিকে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন তিনি।
বলিউডের দাপুটে এই অভিনেতা বরাবরই নিজের কাজের প্রতি নিখুঁত নিষ্ঠা দেখিয়েছেন। সেটে দীর্ঘ ঘণ্টা কাটানো বা সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও দিয়ে নিজেকে প্রচার করার পরিবর্তে, তিনি বিশ্বাস করেন প্রকৃত কৃতিত্ব তার কাজের ফলাফলে প্রকাশ পায়। সাম্প্রতিক সময়ে তার ফিল্ম প্রজেক্টগুলোও এই দৃষ্টিভঙ্গিকে সত্যি প্রমাণ করছে।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগেও সলমন খান যে পরিশ্রম করছেন, তা সমালোচক এবং দর্শকরা নজর রেখেছেন। নিজের প্রচেষ্টা অপ্রকাশিত রাখার এই মনোভাবই তাকে বিশেষ করে তুলেছে এবং বলিউডে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকতে সাহায্য করছে।
সালমান খানের এই বক্তব্য নতুন প্রজন্মের জন্যও একটি বার্তা বহন করছে কঠোর পরিশ্রমের প্রকাশনা নয়, ফলাফলই প্রকৃত পরিচয় বহন করে।
আরপি/এসএন