বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। আজ বৃহস্পতিবার রাত ১০টা বেজে পাঁচ মিনিটে রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। খবরটি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীত পরিচালক এবং ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের বাবু।
জানা গেছে, মাস খানেক আগে প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে সেলিম হায়দারের। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রযোজনা সংস্থা ঢুলির কর্ণধার লুশা মির্জা দেশের একটি গণমাধ্যমকে বলেন, গেল ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম ভাইকে। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। আজ শারীরিক অবস্থার অবনতি হলে ফের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
আজ শুক্রবার বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।সেলিম হায়দার দেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। তিনি মূলত একজন লিড গিটারিস্ট। তবে বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কীবোর্ডেও ছিলেন পারদর্শী।
এসএস/টিএ