অস্ট্রিয়াকে হারিয়ে প্রথমবারের মতো অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের শিরোপা জিতল পর্তুগাল। ৩৪ বছর পর ফিফা বিশ্বকাপের স্বাদ পেল সেলেকাওরা। ১৯৯১ সালে সর্বশেষ ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিল দলটি।
কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম পর্তুগালেরে হয়ে একমাত্র গোল্টি করেন আনিসিও ক্যাব্রাল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে দুদল। একের পর এক আক্রমণে মেতে উঠে লড়াই। ৩২ মিনিটে জালের দেখা পায় পর্তুগাল। দুয়ার্তে কুনহার পাসে গোল করেন আনিসিও। প্রথমে সেটি অফসাইড মনে করে ভিএআরের সাহায্য নেন রেফারি, পরবর্তীতে গোল ঘোষণা করা হয়।
দ্বিতীয়ার্ধে জালের দেখা পায়নি কোন দল। ম্যাচের ৮৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় অস্ট্রিয়া, কিন্তু ড্যানিয়েল ফ্রাউসার শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষের দিকে গোলের জন্য মরিয়া হয়ে উঠে অস্ট্রিয়ানরা, জালের দেখা পায়নি দলটি। রেফারির শেষ বাঁশি বাজলে আনন্দে মাতে পর্তুগাল দল, জিতে নেয় বিশ্বকাপ।
এসএস/টিএ