মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে বৃহস্পতিবার যখন দেওল পরিবারের আয়োজিত স্মরণসভায় একে একে পৌঁছচ্ছেন বলিউড তারকারা, তখন যেন পুরো মায়ানগরী থমকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানালো ‘হিম্যান’ ধর্মেন্দ্রকে। শেষ যাত্রায় তাঁকে দেখতে না পাওয়ার আক্ষেপ ছিল বহু শিল্পীর মনে। তাই স্মরণসভায় তারকাদের ভিড় চোখে পড়ার মতো।
সবার আগে এসে পৌঁছলেন সানি দেওল ও ববি দেওল নিজেদের সন্তানদের নিয়ে। কিছুক্ষণ পরেই গাড়িতে পাশাপাশি দেখা গেল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে। দুজনের বিচ্ছেদ-গুঞ্জন নিয়ে সাম্প্রতিক সময়ের জল্পনা নতুন করে উস্কে দিলেও ধর্মেন্দ্রর স্মরণসভায় তাদের উপস্থিতি নজর কেড়েছে সবার। বাইরে ফটোশিকারিদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও গাড়ির ভেতর বসা বচ্চন দম্পতিকে ক্যামেরাবন্দি করতে ভোলেননি কেউই।
বিকেলেই পৌঁছন শাহরুখ খানপুত্র আরিয়ান খান। সন্ধ্যার দিকে একাই স্মরণসভায় যোগ দেন শাহরুখ খান। তাঁর আগেই কঠোর নিরাপত্তায় আসেন সলমন খান যাকে ধর্মেন্দ্র নিজের সন্তানের মতো দেখতেন। প্রবেশপথেই দুজনকে আবেগপ্রবণ দেখা যায়।
তবে খান ত্রয়ীর একজন আমির খান অনুপস্থিত। কারণ তিনি সেদিন গোয়াতে আয়োজিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব আইএফএফআই–তে যোগ দিচ্ছিলেন। সেখান থেকেই আমির বলেন, “আমি গোয়াতে থাকলেও মন পড়ে আছে মুম্বইতে… ধর্মেন্দ্রজির স্মরণসভায় থাকতে না পারার কষ্ট হচ্ছে।” আলোচনায় প্রয়াত অভিনেতার স্মৃতিচারণও করেন তিনি।
এ ছাড়া রেখা, বিদ্যা বালন, টাইগার শ্রফ, অমিষা প্যাটেল, শরমন জোশি-সহ আরও বহু তারকা এই স্মরণসভায় শ্রদ্ধা জানান ‘হিম্যান’কে।
এমকে/এসএন