দেশের ব্যাংকিং খাতের অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়ে খারাপ বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে ঋণের হার ৩৬ শতাংশ। খেলাপি ঋণের এ হার যুদ্ধবিধ্বস্ত দেশের তিন গুণ।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী সিরামিক এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ‘গত সরকার অর্থনীতি শেষ করে দিয়ে গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার স্থিতিশীলতা আনতে কাজ করছে।
এর ফলে ব্যবসা-বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে উন্নতি হয়েছে। চার দিনব্যাপী সিরামিক এক্সপো তারই দৃষ্টান্ত। সিরামিক শিল্পকে এগিয়ে নিতে যা করা দরকার, এ সরকার তাই করবে।’
এ মেলার মধ্য দিয়ে দেশের সিরামিক শিল্পকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় আমদানি-রপ্তানির ক্ষেত্রে যেসব সমস্যা আছে, সেগুলো তুলে ধরার মাধ্যমে সমস্যার সমাধান হবে।
দেশের চাহিদা পূরণ করে রপ্তানি বাজার সম্প্রসারিত হবে বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা।
এমকে/এসএন