সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত ‘ধুরন্ধর’ ছবির ট্রেলার। উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ আর অ্যাকশন দৃশ্যে সিনেমাপ্রেমীদের নজর কেড়েছেন। ট্রেলার মুক্তির আবারও আলোচনায় হাটুর বয়সী নায়িকার সঙ্গে রোমান্স। তবে সমালোচনাকে একেবারেই পাত্তা দিচ্ছেন না রণবীরের নায়িকা সারা অর্জুন বাবা রাজ অর্জুন।
সারাকে পেশাদার মানুষ হিসেবে সমালোচনায় কান দেওয়ার পরামর্শ দিয়েছেন একসময়ের জনপ্রিয় এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমকে রাজ বলেন, ‘কিছু মানুষ ভালো কথা বলবে। অনেকে নেতিবাচক কথাও বলবে। এই সব-ই পেশার অংশ। আমি সারাকে প্রতিশ্রুতি দিয়েছি যে, যাই হোক না কেন সে বিশ্বের সবচেয়ে খুশি মানুষ হবে। মানুষ যখন এগিয়ে যেতে থাকেন তখন বাকি সবকিছুই পিছনে পড়ে থাকে।’
‘সিক্রেট সুপারস্টার’ ছবির অভিনেতা তার মেয়ের ক্যারিয়ার নিয়ে বলেন, ‘আমি কখনোই ভাবিনি আমার মেয়ে অভিনেত্রী হবে। তার যাত্রাটা স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। পরে, আমি তাকে কোয়েম্বাটুরের একটি স্কুলে পাঠিয়েছিলাম যাতে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে যে সে কী চায়। সে ফিরে আসার পর আবারও কাজের সুযোগ আসতে থাকে। তার অভিনয় জীবনে আমার কোনো ভূমিকা নেই।’
তিনি আরও বলেন, ‘আমি সব জায়গায় ওর সঙ্গে থেকেছি এবং মানসিক সাপোর্টে সাহায্য করেছি। আমার পরামর্শ ছিল বাস্তবে বাঁচা। নিজেকে একটু কম প্রকাশ করো, কিন্তু কখনও অসৎ হবে না।’
‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে ভারতীয় সুপার স্পাই এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের জীবনের গল্প তুলে ধরেছেন নির্মাতা আদিত্য ধর। এ সিনেমায় রণবীর-সারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর.মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল।