বলিউডে চলতি বছরের ১৬ জুলাই কন্যাসন্তানের জন্ম দিয়ে দুই থেকে তিন হয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদভানী। দীর্ঘদিন অপেক্ষার পর এবার প্রথমবার প্রকাশ্যে এনেছেন সন্তানের নাম ও ছবি। কিয়ারার ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায় মা-বাবার হাতে ধরা রয়েছে ছোট্ট পা, যা সাদা মোজা পরা, তবে শিশুর মুখ প্রকাশ করা হয়নি।
দম্পতি তাদের কন্যার নাম রেখেছেন ‘সারায়াহ মলহোত্রা’। নামটির অর্থ হিব্রু ও আরবি ভাষায় ‘রাজকুমারী’। ফ্যানরা অনুমান করছেন, ‘শেরশাহ’ খ্যাত এই তারকা দম্পতি সম্ভবত সেই অর্থ মাথায় রেখেই সন্তানের জন্য নামটি বেছে নিয়েছেন। কিয়ারার পোস্টে লেখা, “আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে, আমাদের আশীর্বাদ, আমাদের রাজকুমারী।”
নবজাতককে শুভেচ্ছা জানাতে বলিউডের মহারথী করণ জোহর, বরুণ ধাওয়ান, মণীশ মালহোত্রাসহ অনেকেই সোশাল মিডিয়ায় আশীর্বাদ জানিয়েছেন। উল্লেখ্য, সিদ্ধার্থ–কিয়ারা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে বিয়ে করেছিলেন। এই দম্পতির পরিবারিক আনন্দের মুহূর্ত এখন টলিপাড়ায় আলোড়ন তৈরি করেছে।
আরপি/টিকে