বলিউডের দীর্ঘদাম্পত্যের অন্যতম উদাহরণ কাজল ও অজয় দেবগন। প্রায় ২৫ বছরের সংসার, আর প্রেমের বয়স ছুঁয়ে ফেলেছে ২৮। সেই প্রথম ছবি ‘ইশ্ক’-এর সময়কার স্মৃতিই হঠাৎ করে আবার জেগে উঠল আর তাতেই নতুন করে আলোচনার কেন্দ্রে দুই তারকা।
১৯৯৭ সালে ‘ইশ্ক হুয়া’ গানেই শুরু হয়েছিল তাঁদের পর্দার chemistry পরে বাস্তবের প্রেম। ঠিক সেই গানটি ব্যবহার করেই অজয় সমাজমাধ্যমে শেয়ার করলেন কাজলের সঙ্গে পুরনো ও নতুন একগুচ্ছ মুহূর্ত। প্রথম ফ্রেমে ‘ইশ্ক হুয়া’-যেখানে পাশাপাশি দু’জনের হাসি। দ্বিতীয় ফ্রেমে ‘ক্যায়সে হুয়া’-তাঁদের বিয়ের ছবি। আর শেষ ফ্রেমে ‘আচ্ছা হুয়া’-যেখানে ছেলেমেয়েসহ একটি
পারিবারিক ছবি।
সব ঠিকঠাকই চলছিল, হঠাৎই কাজলের মন্তব্যেই জমে গেল গল্প। মজার ছলে লিখলেন, “সবই হল, কিন্তু তুমি তো পোষ্যের কথা ভুলে গেলে।” মন্তব্যটি যেমন হাস্যরস ছড়িয়েছে, তেমনই আবার অনেকে মনে করিয়ে দিয়েছেন অজয়ের সেই পুরনো সাক্ষাৎকারের কথা যেখানে তিনি বলেছিলেন, আজকাল গভীর প্রেম পাওয়া কঠিন, বরং পোষ্যের প্রতি যে নিঃশর্ত ভালোবাসা থাকে, সেটাই তাঁকে বেশি টানে।
এই প্রেক্ষিতেই ভক্তদের মনে এখন প্রশ্ন কাজল কি তবে স্বামীকে সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে খোঁচা দিলেন? না কি এটি কেবলই তাঁদের স্বাভাবিক খুনসুটি? যা-ই হোক, দু’জনের মিষ্টি কথোপকথনে ভরে উঠেছে মন্তব্যের ঘর।
অনেকের চোখে এটি একটি আদর্শ দাম্পত্যের মিষ্টি মুহূর্ত, আবার কারও মতে খুব সূক্ষ্ম ব্যঙ্গের ইঙ্গিত! তবে অজয়-কাজলের সম্পর্ক যে এখনও একইরকম প্রাণবন্ত, সেটাই যেন আরও একবার প্রমাণ করল তাঁদের এই ছোট্ট তিরিক্ষি-মাখা আলাপ।
আরপি/টিকে