যুক্তরাষ্ট্র-ইরানের কাছে সংলাপের আহ্বান পোপের

পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 'সংলাপ এবং আত্ম-সংযম' নীতি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটির স্বীকৃত রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বৃহস্পতিবার তাঁর “স্টেট অফ দ্য ওয়ার্ল্ড” সম্বোধন হিসাবে খ্যাত একটি বার্ষিক ভাষণে বর্তমান সঙ্কটের বিষয়ে প্রথমবারের মতো সরাসরি মন্তব্য করলেন।

১৮০টির বেশি রাষ্ট্রের কূটনীতিকদের উদ্দেশ্য করে ফ্রান্সিস বলেন, “ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে পুরো অঞ্চল থেকে যে সংকেত আসছে তা অত্যন্ত উদ্বেগের।”

তিনি আরও বলেন, “এই উত্তেজনা ও ঝুঁকির ফলে ইরাকের পুন:গঠন প্রক্রিয়া ব্যাহত হবে এবং সেই সাথে একটি বৃহত্তর সংঘাতের ভিত্তি স্থাপন হয়েছে যা আমরা প্রত্যেকে এড়াতে চাই।” (রয়টার্স)

 

টাইমস/এনজে/টিএইচ

Share this news on: