৩ ম্যাচ পর জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল
মোজো ডেস্ক 06:23AM, Dec 01, 2025
ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩তম রাউন্ডে জয় পেয়েছে লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে ম্যানচেস্টার সিটি এবং নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হার এবং চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির বিপক্ষে ৪-১ গোলে হারের পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে অল রেডসরা। অন্য দিকে ফরেস্টের এবং টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-২ গোলের ড্র এবং এভারটনের বিপক্ষে ১-০ গোলে হারের পরে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে রেড ডেভিলসরা।
রোববার ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে প্রথমার্ধে জালের দেখায় পায়নি ওয়েস্ট হ্যাম এবং লিভারপুল।দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের কোণঠাসা করে রাখে অল রেডরা। বিরতি থেকে ফিরে ৬০ মিনিটে লিড নেয় লিভারপুল।
কোডি গ্যাপকোর অ্যাসিস্টে গোল করেন আলেক্সান্ডার ইসাক। ৮৪ মিনিটে লুকাস পাকুয়েতা লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ওয়েস্ট হ্যাম। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গাকপো। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের শিষ্যরা।
একই রাতে ক্রিস্টাল প্যালেসের সেলহার্স্ট পার্কে ৩৬ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ফ্রান্সের জ্যাঁ-ফিলিপ মাতেতা। ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ব্রুনো ফের্নান্দেজের অ্যাসিস্টে জসুয়া জিকরির গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা। ৬৩ মিনিটে ব্রুনোর করা ফ্রি কিক থেকে ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করেন মেসন মাউন্ট।
১৩ ম্যাচে ৬ জয় ৩ ড্র এবং ৪ হারে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৩ ম্যাচে ৭ জয় ও ৬ হারে ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। ১২ ম্যাচে ৯ জয় ২ ড্র ও ১ হারে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। ১৩ খেলায় ৮ জয় ১ ড্র ও ৪ হারে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।