অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন অঙ্গনে। টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘদিনের অভিজ্ঞ এই শিল্পী জানালেন বিয়ে কোনও লাভের হিসাব নয়, বিয়ে আসলে দায়িত্বের পথচলা। নিজের সামাজিক পাতায় তিনি লিখেছেন, বিয়ের দায়িত্ব যদি কেউ নিতে পারে, তবেই তাকে ঘিরে পরিবার ও সমাজ দায়িত্ব নিয়ে দাঁড়ায়।
অপরাজিতা আঢ্যর এই মন্তব্য যেন অনেক অদৃশ্য কথার পর্দা সরিয়ে নতুনভাবে ভাবতে শিখিয়েছে তরুণ প্রজন্মকে। আজকের ব্যস্ত জীবনে সম্পর্ক যখন দ্রুত বদলে যায়, তখন দায়িত্ব, আস্থা ও সম্মানের মেলবন্ধন মনে করিয়ে দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। তাঁর কথায় স্পষ্ট হয়েছে সম্পর্ককে টিকিয়ে রাখতে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, প্রয়োজন দায়িত্ববোধ আর সহমর্মিতাও।
বিনোদন জগতে কাজের চাপে ব্যক্তিজীবনকে সামলানো কঠিন হলেও অপরাজিতা বিশ্বাস করেন, সঠিক মানসিকতা ও বোঝাপড়া থাকলে সম্পর্ক সহজেই পথ খুঁজে নেয়। তার মতে, সম্পর্ক টিকে থাকে তখনই, যখন দুই মানুষই একে অপরের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকে।
অভিনেত্রীর এই ভাবনা ইতোমধ্যেই অনুরাগীদের মাঝে আলোচনার ঝড় তুলেছে। অনেকেই মনে করছেন, সমাজের দ্রুত বদলে যাওয়া ধারণার মাঝে তার এই বার্তা নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে।
এসএস/টিকে