নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো বিপিএলের ১২তম আসরের নিলাম। মাঠে লড়াইয়ের আগে বুদ্ধির লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখায় দলগুলো। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এবারের নিলাম।
এবারের নিলামের জন্য ১৪৭ জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তবে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হয় ২৬০ জন বিদেশি ক্রিকেটারকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলামে স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে ছয় ফ্র্যাঞ্চাইজি গড়েছে নতুন লাইনআপ। এবারের নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে।এ ছাড়া তাওহিদ হৃদয় (৯২ লাখ) ও লিটন দাস (৭০ লাখ)কে নিয়ে সতর্কভাবে স্কোয়াড শক্তিশালী করেছে রংপুর রাইডার্স।
এদিন রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিকেল ৪টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠান।
এক নজরে দেখে নেওয়া যাক বিপিএলের এবারের আসরের দামি ১০ ক্রিকেটারের নাম:
.নাইম শেখ- ১ কোটি ১০ লাখ (চট্টগ্রাম রয়্যালস)।
.তাওহীদ হৃদয়- ৯২ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
.লিটন দাস- ৭০ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
.মোহাম্মদ সাইফউদ্দিন- ৬৮ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
.তানজিম হাসান সাকিব- ৬৮ লাখ টাকা (রাজশাহী ওয়ারিয়র্স)।
.নাহিদ রানা- ৫৬ লাখ টাকা (রংপুর রাইডার্স)।
.শামীম হোসেন পাটোয়ারি- ৫৬ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
.মোহাম্মদ মিঠুন- ৫২ লাখ টাকা (ঢাকা ক্যাপিটালস)।
.হাবিবুর রহমান সোহান- ৫০ লাখ টাকা (নোয়াখালী এক্সপ্রেস)।
.খালেদ আহমেদ- ৪৭ লাখ টাকা (সিলেট টাইটানস)।
এসএস/টিকে