টলিউডের উজ্জ্বল প্রতিভা গৌরব চক্রবর্তী নিজের প্রথম বড় পর্দার অভিজ্ঞতা স্মরণ করে একটি অন্তরঙ্গ গল্প শেয়ার করেছেন। কৌশিক গাঙ্গুলীর ‘রং মিলান্তি’ ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় ডাক পান গৌরব। প্রথমদিন শুটিং সংক্রান্ত গল্প শোনার জন্য ডাকা হলে তিনি আগেই পৌঁছে যান। কিছুক্ষণ পর দেখা মেলে তাঁর সহঅভিনেত্রী রিদ্ধিমাকে, যিনি এতই ফর্সা ও সুন্দরী যে যেন আলোর মতো ঝলমল করছিলেন।

গৌরব জানান, তখন তিনি লজ্জায় সরাসরি রিদ্ধিমার দিকে তাকাতে পারেননি। খবর পেয়ে জানলেন, গল্পে একটি চুম্বন দৃশ্যও আছে। শুটিং শুরুতে দু’জনের মধ্যে রাস্তায় এক কথাও হয়নি, ভয়ে ভীত হয়ে ছিলেন গৌরব। তবে কৌশিক দার পরামর্শে রাতের আড্ডা আয়োজন করা হয়, যা দু’জনের মধ্যে বন্ধুত্বের শুরু ঘটায়। শুটিং চলাকালীন গৌরব নিজের মনের কথা রিদ্ধিমাকে জানান এবং ভাগ্যক্রমে রিদ্ধিমা রেগে যাননি। এরপর থেকে তারা একসঙ্গে কাজ করেছেন এবং সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
আরপি/টিকে