লা-লিগায় বাজে এক ম্যাচ গেছে রিয়াল মাদ্রিদের। জিরোনার বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে কোচ জাভি আলোনসোর দল। এতে শীর্ষস্থানও হারাতে হয়েছে বার্সেলোনার কাছে। ম্যাচ শেষে রিয়ালের কোচ বলেছেন, আমরা তিন পয়েন্ট পাওয়ার মত ভালো খেলিনি।
প্রথমার্ধের ঠিক ৪৫ মিনিটের সময় গোল করে জিরোনাকে এগিয়ে দেন আজেদিন ওনাহি। পরে ৬৭ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে সমতায় ফেরান কাইলিয়ান এমবাপে। এ নিয়ে টানা তিন ম্যাচে ড্র করে পয়েন্ট হারালো আলোনসোর শিষ্যরা।
ম্যাচের পর জাভি আলোনসো বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের খেলার বেশ উন্নতি করেছিলাম, আরও সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা তিন পয়েন্ট পাওয়ার মত যথেষ্ট ভালো ছিলাম না। কিন্তু মৌসুম বেশ দীর্ঘ এবং আমাদের এগিয়ে যেতে হবে।’
মৌসুমের শুরুতে আমাদের খেলার ধরণ ভিন্ন ছিল। মৌসুমের শুরুতে ঘরে এবং বাইরে সব জায়গায় আমাদের ধারাবাহিকতা ছিল। এ ম্যাচে খেলোয়াড়েরা বেশ উজ্জীবিত ছিল ১-০ গোলে পিছিয়ে পড়ার পর। সেখানে আমরা আরও তিন-চারটি সুযোগ পেয়েছিলাম দ্বিতীয়ার্ধে গোল করার জন্য।’
খেলোয়াড়দের সমালোচনা করতে না চাওয়া আলোনসো আরও বলেন, ‘পিছিয়ে পড়ার পর আমি তাদের প্রতিক্রিয়া দেখছিলাম। এটা পর্যাপ্ত ছিল না, তবে আমরা কাছাকাছি ছিলাম।
আত্মকেন্দ্রিক সমালোচনার মাধ্যমে, আমাদের এক থাকতে হবে। অ্যাওয়েরে অনেক ম্যাচে আমাদের জিততে হবে। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে আমাদের ভালো সুযোগ রয়েছে।’
১৪ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। লা-লিগায় সমান সংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনার। সমান ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অবনমনের দিকে নম্বরে জিরোনা।
আরপি/টিকে