এবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে উত্তেজনার কেন্দ্রবিন্দু লেবাননে পৌঁছেছেন খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও। সোমবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
বৈরুতে পৌঁছালে রাষ্ট্রীয় অভ্যর্থনার সাথে সাথে জাকজমকপুর্ণভাবে স্বাগত জানায় সাধারণ জনগনও। ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়া হয় তাকে। ঝুম বৃষ্টির মাঝে বাদ্যের তালে নেচে, অভিনব উপায়ে পোপ লিওকে স্বাগত জানালেন লেবানিজরা।
এর আগে, ইস্তাম্বুলে ক্যাথলিক ও অর্থডক্স চার্চের সম্মিলিত গণ প্রার্থনায় অংশ নেন তিনি। সফরের অংশ হিসেবে ঘুরতে যান ঐতিহাসিক নীল মসজিদেও। এছাড়া বৈঠকে অংশ নেন দেশটির ধর্মীয় নেতাদের সাথে। রাজনৈতিক ইস্যুতে আলোচনায় বসে প্রেসিডেন্ট এরগোগান ও অন্যান্য নেতাকর্মীদের সাথে।
তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে কথা বলেন পোপ। দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানই ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি।
এছাড়াও, তুরস্ক সফরকালে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় পোপের ব্যাপক প্রশংসা করেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
আরপি/টিকে