নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশের ভোটার নন। তাই স্বাভাবিক নিয়মে তিনি ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে পারেন না। তবে সচিবের বক্তব্য অনুযায়ী, তারেক রহমান আবেদন করলে এবং কমিশন প্রয়োজন মনে করলে আগামী সংসদ নির্বাচনে তারেক রহমানের ভোটার হওয়া ও প্রার্থী হওয়ার পথ খুলে যেতে পারে।
সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, তার জানা মতে, তিনি ভোটার নন। এরপর প্রশ্ন হয়, ভোটার না হয়েও নির্বাচন করা কি সম্ভব? উত্তরে সচিব বলেন, কমিশন যদি সিদ্ধান্ত দেয়, তাহলে সম্ভব।
কমিশন কোন ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, এমন প্রশ্নের উত্তরে সচিব জানান, আইনে প্রয়োজনীয় নির্দেশনা আছে। কোন আইনের কোন ধারা এমন সুনির্দিষ্ট তথ্য জানতে চাইলে তিনি বলেন, ভোটার তালিকা নিবন্ধন আইন দেখে নিতে হবে, তার মুখস্ত নেই।
সংক্ষেপে, সচিবের বক্তব্য বলছে, তারেক রহমান এখনো ভোটার নন, আর ভোটার না হয়েও প্রার্থী হওয়া সাধারণ নিয়মে সম্ভব নয়। কমিশনের সিদ্ধান্তই হবে এখানকার মূল বিবেচ্য।