অবশেষে গুজব হলো সত্য। সামান্থা শুধু তাঁদের সম্পর্কই প্রকাশ্যে আনলেন না, বরং জানালেন তাঁদের বিয়ের খবরও। বিরাট জাঁকজমক নয়, ছিমছামভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।
সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরু সামাজিক মাধ্যমে তাঁদের বিয়ের প্রথম ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা করেন।
২০২৪ সাল থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সোমবার সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে সবার চোখের আড়ালে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। ইনস্টাগ্রামে সামান্থা ছবিগুলো শেয়ার করে লিখেছেন একমাত্র শব্দ বিয়ের তারিখ, ‘০১.১২.২০২৫’।
বিশেষ দিনে সামান্থা সেজে উঠেছিলেন টুকটুকে লাল ভারী কাজের বেনারসিতে, নামমাত্র মেকআপ, খোঁপায় ফুল, হাতে মেহেন্দি, গা ভর্তি সোনার গয়না।
রাজের পরনে ছিল ধবধবে সাদা পাঞ্জাবি, সঙ্গে ঘিয়ে রঙের জওহর কোট। হাতে হাত রেখে একগাল হাসি নিয়ে অনুরাগীদের সুখবর দিলেন তাঁরা।
তাঁদের বিবাহ ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে বিনোদন দুনিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায়। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।
সামান্থা এবং রাজের পেশাগত বন্ধনও দীর্ঘদিনের। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন টু এবং ‘সিটাডেল : হানি বানি’–তে সামান্থা অভিনয় করেছেন, আর রাজ ছিলেন পরিচালকের ভূমিকায়। আবারও তাঁদের জুটি দেখা যাবে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড : দ্য ব্লাডি কিংডম’-এ, যেখানে রাজ নিদিমোরু রয়েছেন সহ-স্রষ্টা ও প্রযোজক হিসেবে।
সামান্থা রুথ প্রভু এর আগে অভিনেতা নাগা চৈতন্যকে ২০১৭ সালে বিয়ে করেছিলেন এবং ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। অন্যদিকে রাজ নিদিমোরু ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত শ্যামালি দে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।
কয়েকদিন আগে নিজের সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’-এর উদ্বোধন অনুষ্ঠানে সামান্থাকে রাজের সঙ্গে দেখা যায়। এক ছবিতে তাঁরা একে অপরকে আলিঙ্গন করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। সামান্থা রাজের কোমরে হাত রেখেছেন, রাজও তাঁকে আলতো করে জড়িয়ে রেখেছেন।
অন্য ছবিতেও তাঁদের একসঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে। ছবিগুলোর মধ্যে একটিতে অভিনেত্রী তামান্না ভাটিয়াও উপস্থিত ছিলেন। তখন থেকেই রাজ এবং সামান্থার সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়। এবার তাতে শিলমোহর বসালেন তাঁরা নিজেই।
বিতর্কের ভিড় পেরিয়ে অবশেষে নতুন অধ্যায়ে পা রাখলেন তাঁরা। শুটিং ফ্লোরের সৌহার্দ্য আর কর্মসূত্রে ঘনিষ্ঠতা এবার রূপ নিল জীবনের পথে একসঙ্গে পথচলার সিদ্ধান্তে। শুধু রুপালি পর্দায় নয়, এবার বাস্তবেও একই ছাদের তলায় নতুন করে সংসার গড়ার পালা।
এমকে/এসএন