বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, কিছু কিছু জিনিস সবকিছুর ওপর এসে যায়। রাজনীতি বা অন্য যেকোনো কিছুর ওপরেও। বাংলাদেশের প্রতিটা মানুষ চায় উনি (বেগম খালেদা জিয়া) সুস্থ হয়ে যাক।
আজ সোমবার (১ ডিসেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে বাদ জোহর রাজধানী ঢাকার গুলশান আজাদ মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর মসজিদ প্রাঙ্গণে, বনানী কবরস্থান এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ শেষে গণমাধ্যমকে তামিম বলেন, আজকে এখানে গরিবদের খাবার দেওয়া হয়েছে। মসজিদে দোয়া করা হয়েছে। আমার তরফ থেকে অনুরোধ থাকবে, আমরা নিজেদের জায়গা থেকে উনার (বেগম খালেদা জিয়া) জন্য যা করতে পারি। দোয়া করি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।
তামিম আরও বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফেরত আসেন।
টিকে/