সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমানকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি।
সোমবার (১ ডিসেম্বর) রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি গণমাধ্যমকে জানান, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে সুপ্রিম কোর্টে একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছে।
প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমানকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন।
আরও পড়ুন: সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, মাইলফলক পদক্ষেপ বলছেন আইনজীবীরা
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল একইসঙ্গে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৪-এর উপধারা ২ ও ৪ মোতাবেক সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান হিসেবে একজন সচিব নিযুক্ত থাকার বিধান রয়েছে।
এসএন